ভারতীয় তেল কোম্পানির ওপর আমেরিকার নিষেধাজ্ঞা
এবার ইরানের তেল বাণিজ্যের কারণে ভারতীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন ট্রেজারি বিভাগ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযোগ, ভারতীয় বেসরকারি তেল কোম্পানি ‘তিবালজি প্রাইভেট লিমিটেড’ লাখ লাখ ডলারের তেল আমদানি করেছে ইরান থেকে। পরবর্তীতে সেই তেল চীনের কাছে বিক্রি করা হয়েছে।
সম্প্রতি টানা এগারো দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আর সফর খেকে দেশে ফিরতেই নিষেধাজ্ঞা জারি করল হোয়াইট হাউস। এই প্রথমবার ভারতের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো মার্কিন যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: শিক্ষকদের কাছে গবেষণা প্রকল্প আহবান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জয়শঙ্কর তার সফরের সময় এই প্রসঙ্গ না তুলে জয়শঙ্কর ভারতে ফেরার পরই এই নিষেধাজ্ঞা কেন জারি করা হল, তা নিয়ে চিন্তায় পড়েছে ভারত।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, আমেরিকা সফরের শেষ দিন জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন, জ্বালানির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান চাহিদা এবং জোগানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। জ্বালানি নিরাপত্তার প্রশ্নে ভারতের ‘কোমর ভেঙে’ গেছে।