ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান অনিল চৌহান

লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান
লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান  © সংগৃহীত

লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান বুধবার ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন। শীর্ষ সামরিক পদে অধিষ্ঠিত অনিল দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কার্যপ্রণালীতে সমন্বয় এবং সামগ্রিক সামরিক শক্তিকে সহায়তা করবেন।

জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে পদটি শূন্য হওয়ার ৯ মাসের বেশি সময় পরে তাকে নিয়োগ দেওয়া হলো।

ভারতে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানের মত চিফ অব ডিফেন্স স্টাফও একজন চার তারকা জেনারেল, তবে জ্যেষ্ঠতার বিচারে তিনিই সবার চেয়ে এগিয়ে।

‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ লেফটেন্যান্ট জেনারেল চৌহান সিডিএস পদে দায়িত্ব পালন করবেন বলে বুধবার এক আদেশে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: অবিবাহিত নারীদের গর্ভপাতের অধিকার দিল ভারত 

২০২১ সালের মে মাসে ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধানের পদ থেকে অবসরে যান লেফটেন্যান্ট জেনারেল চৌহান। জাতীয় নিরাপত্তা কাউন্সিলে সামরিক উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান (অব.) সম্পর্কে গুরত্বপূর্ণ তথ্য-

* ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) অনিল চৌহান। ১৯৮১ সালে ভারতীয় সেনাবাহিনীর ১১ গোর্খা রাইফেলে কমিশন লাভ করেন তিনি।

* অনিল চৌহান কলকাতার কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

* তিনি খাদকওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

* মেজর জেনারেল পদে থেকে অনিল চৌহান নর্দার্ন কমান্ডের গুরুত্বপূর্ণ বারামুলা সেক্টরে একটি পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন।

* পরে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হন।

* ২০২১ সালের মে মাসে চাকরি থেকে অবসর নেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করেন অনিল চৌহান।

* পাশাপাশি তিনি মিলিটারি অপারেশনের মহাপরিচালকের দায়িত্বসহ গুরুত্বপূর্ণ পদ সামলেছেন।

* লেফটেন্যান্ট জেনারেল (অব.) অনিল চৌহান অ্যাঙ্গোলায় জাতিসংঘের মিশনেও দায়িত্ব পালন করেছেন।

* ২০২১ সালের ৩১ মে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন তিনি।

* সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরও জাতীয় নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে অবদান রেখে চলেছেন অনিল চৌহান।

* সেনাবাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) অনিল চৌহান পরম বিশেষ সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক, অতি বিশেষ সেবা পদক, সেনা পদক ও বিশেষ সেবা পদক লাভ করেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া