২৮ সেপ্টেম্বর ২০২২, ১১:১৮
লেবার পার্টি থেকে বহিষ্কার বাংলাদেশী বংশোদ্ভুত এমপি রূপা হক
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হককে সাময়িক বহিষ্কার করা হয়েছে লেবার পার্টির পদ থেকে। ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াজি কোয়াটিংকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) লেবার পার্টির কনফারেন্স চলাকালে অর্থমন্ত্রীকে অতিমাত্রায় কালো উল্লেখ করে বক্তব্য দেওয়ায় সমালোচনার ঝড় ওঠে। কনজারভেটিভ দল থেকে প্রতিবাদ জানানো হলে তাৎক্ষনিকভাবে দলের সব পদ থেকে রূপা হককে অব্যাহতি দেন লেবার লিডার স্যার কিয়ার র্স্টারমার।
আরো পড়ুন: সৌদির প্রথম প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান
তদন্ত চলাকালে দলের কোনো পদে থাকতে পারবেন না ব্রিটিশ এমপি। ব্রিটিশ পার্লামেন্টে রূপা হক স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০১৫ সাল থেকে পার্লামেন্টে ইলিং সেন্ট্রাল ও এ্যাক্টন আসনের প্রতিনিধিত্ব করছেন রুপা হক।