পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হবে আজ
প্রত্যেক বছর ৩৬৫ দিনের মধ্যে দুটি দিন পৃথিবীর দিন ও রাতের ব্যাপ্তি সমান হয়ে থাকে। একটি দিন হলো ২১ মার্চ এবং অন্যটি ২৩ সেপ্টেম্বর। আজ ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান হবে।
আজ সূর্য উত্তর আর দক্ষিণ অয়নান্তের মাঝামাঝি ঠিক বিষুব রেখা বরাবর কিরণ দেবে। সেই হিসেবে আজ পৃথিবীর সর্বত্র দিন-রাত সমান।
আমরা ২০২২ সালের আমাদের দ্বিতীয় এবং চূড়ান্ত বিষুবে প্রবেশ করেছি। যদি আপনার অবস্থান উত্তর গোলার্ধে হয়ে থাকে তবে আপনি এটিকে শরৎ বিষুব হিসাবে জানেন। এটি সাধারণত বিষুবরেখার দক্ষিণের মানুষের জন্য, বসন্তের আগমনের সংকেত দেয়।
বিশ্বে আপনার অবস্থানও নির্ধারণ করে যে আপনি এই বছর বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর নাকি শুক্রবার ২৩ সেপ্টেম্বর দিনটি চিহ্নিত করবেন। আমেরিকার লোকেরা বৃহস্পতিবার এটি উদযাপন করবে; সময় অঞ্চল পার্থক্য মানে আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার লোকেরা তাদের শুক্রবার এটি চিহ্নিত করবে।
আরও পড়ুন: মরিয়ম বলছেন মায়ের লাশ পেয়েছেন, দ্বিধায় পুলিশ।
নিরক্ষরেখার কাছাকাছি থাকা মানুষদের সারা বছর প্রায় ১২ ঘন্টা দিন এবং ১২ ঘন্টা রাত থাকে, তাই এটি তদের কাছে তেমন কোন প্রভাব ফেলবে না। কিন্তু আলাস্কা এবং কানাডার উত্তরাঞ্চলীয় অংশ এবং স্ক্যান্ডিনেভিয়ার মতো জায়গায় খুঁটির কাছাকাছি হার্ডি লোকেরা প্রতি বছর দিন/রাতের অনুপাতে বন্য দোলের মধ্য দিয়ে যায়। তাদের দীর্ঘ, অন্ধকার শীতকাল থাকে এবং তারপরে গ্রীষ্মকাল থাকে যেখানে রাত খুব কমই প্রবেশ করে।
কিন্তু বিষুব চলাকালীন, মেরু থেকে মেরু পর্যন্ত সবাই দিন এবং রাতের ১২ ঘন্টা বিভাজন উপভোগ করতে পারে।
বিষুব শেষ হওয়ার পর অর্থাৎ আগামীকাল থেকেই সূর্যের চারদিকে আপন কক্ষপথে পৃথিবীর পরিক্রমণের কারণে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে সরে যেতে শুরু করবে। আবহাওয়াও উত্তরা বাতাসে শীত থেকে শীতার্ত হবে। ধীরে ধীরে দীর্ঘ হতে পরবর্তী রাতগুলো।
এরপর ২০ মার্চ সূর্য তার দক্ষিণ গোলার্ধের অবস্থান শেষ করে উত্তর গোলার্ধের দিকে যাত্রাকালে রাতের শেষের দিকে বিষুবরেখার উপর অবস্থান নেয়। তাই পরদিন অর্থাৎ ২১ মার্চ পৃথিবীর উভয় গোলার্ধের দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়।