১৬ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৯

২০২৩ সালে ‘মন্দার ঝুঁকি’ দেখছে বিশ্ব ব্যাংক

বিশ্ব ব্যাংক  © ফাইল ছবি

বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো যেভাবে একই সময়ে সুদের হার বাড়ানোর পদক্ষেপ নিয়েছে, তার প্রতিক্রিয়ায় ২০২৩ সালে বিশ্বে মন্দা পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে বিশ্ব ব্যাংক।

বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো একইসঙ্গে যে মাত্রায় সুদের হার বাড়িয়েছে, গত পাঁচ দশকে তা দেখা যায়নি। এই প্রবণতা আগামী বছর পর্যন্ত চলতে পারে।

সম্প্রতি প্রকাশিত ব্যবসায়িক গ্রুপ কনফারেন্স বোর্ডের সমীক্ষা অনুসারে, বিশ্বের বেশির ভাগ প্রধান নির্বাহী ও নির্বাহী পর্যায়ের কর্মকর্তারা মনে করছেন, তাদের ভৌগোলিক অঞ্চল ২০২৩ সালের শেষ নাগাদ মন্দায় পড়বে। ৬০ শতাংশ সিইও আশঙ্কা করছেন, তাদের কার্যক্রম পরিচালনা করা অঞ্চলের অর্থনীতি আগামী ১২-১৮ মাসের মধ্যে সংকোচনের মুখোমুখি হবে। প্রায় ১৫ শতাংশ সিইও মনে করছে, তাদের অঞ্চল এরই মধ্যে মন্দায় প্রবেশ করেছে।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি কমাতে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো পর্যায়ক্রমে সুদের হার বাড়িয়ে চলেছে। পাশাপাশি আরো আক্রমণাত্মক পরিকল্পনারও ইঙ্গিত দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতেই অর্থনীতি নিয়ে ব্যবসায়ী নেতাদের মধ্যে হতাশাবাদী মনোভাব বাড়ছে। সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার দশমিক ৭৫ শতাংশ বাড়িয়ে ১ দশমিক ৭৫ শতাংশে উন্নীত করেছে। এটি ১৯৯৪ সালের পর সর্বোচ্চ বৃদ্ধি।

এ অবস্থায় অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিচ্ছেন অর্থনীতিবিদরা। ব্যাংক অব আমেরিকার গ্লোবাল রিসার্চের অর্থনীতিবিদরা চলতি সপ্তাহে মার্কিন প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছেন। পাশাপাশি ব্যাংকটি আগামী বছর ৪০ শতাংশ মন্দার ঝুঁকি দেখছে। যদিও জেপি মরগানের অর্থনীতিবিদরা বলেছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষ ৫০০ প্রতিষ্ঠানের পতন মানে মন্দার ঝুঁকি ৮৫ শতাংশ। চলতি সপ্তাহের শুরুতে বাজারমূল্যের দিক থেকে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর শেয়ারদর নিম্নমুখী হয়েছে। তবে অনেক মার্কিন সিইও ইঙ্গিত দিয়েছেন, ফেডারেল রিজার্ভের সর্বশেষ সুদের হার বাড়ানোর আগেও তারা অর্থনৈতিক মন্দার আশঙ্কা করেছেন।