১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০২

এশিয়ার প্যারা গেমসে ইতিহাস বাংলাদেশের

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয়ী  © সংগৃহীত

দুবাইয়ে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে দুর্দান্ত সাফল্য পেয়েছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। আন্তর্জাতিক এই আসরে অংশ নিয়ে দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে তারা।

পদক জয়ের যাত্রা শুরু হয়, জ্যাভলিন থ্রো ইভেন্টে চৈতী রানী দেব ১১ মিটার দূরত্বে ছুড়ে স্বর্ণপদক নিশ্চিত করলে। তার এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শনিবার (১৩ ডিসেম্বর) আরও তিনটি পদক যুক্ত হয় বাংলাদেশের ঝুলিতে।

সাঁতারে ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অসাধারণ পারফরম্যান্সে স্বর্ণপদক জেতেন মো. শহিদুল্লাহ। একইসঙ্গে ১০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ পদক অর্জন করেন তিনি। এর পাশাপাশি মেয়েদের হুইলচেয়ার বাস্কেটবল দলও পদক নিশ্চিত করেছে। দলগত ইভেন্টে এই সাফল্যকে বাংলাদেশ জাতীয় প্যারালিম্পিক কমিটির (এনপিসি) ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 

আরও পড়ুন : ৮ ক্লাব ছাড়াই বিতর্কের আবহে শুরু প্রথম বিভাগ ক্রিকেট

এ নিয়ে এনপিসির মহাসচিব ড. মারুফ আহমেদ বলেন, 'আমরা সেরা প্রশিক্ষণের চেষ্টা করেছি । তাই ছেলে মেয়েরা নিজেদের পারফরম্যান্স মেলে ধরে দেশের জন্য পদক জিততে পেরেছে। দেশকে গর্বিত করেছে তারা। আগামীতেও তারা দেশের জন্য লড়ে পদক আনবে।’

জানা গেছে, আগামী সোমবার সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরবে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে পদকজয়ী বাংলাদেশ দলটি।