১২ নভেম্বর ২০২৫, ২০:৩২

ইসলামিক সলিডিরাটি গেমসে বাংলাদেশের পদক

মো. জাভেদ আহমেদ এবং খই খই সাই মারমা  © সংগৃহীত

সৌদি আরবে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ মিক্সড দল আজ বুধবার ১২ নভেম্বর ২০২৫ কোয়ার্টার ফাইনালে মালদ্বীপ দলের বিরুদ্ধে সরাসরি   ১৪-১২, ১১-৫ এবং ১১-৮ গেমে ৩-০ সেটে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করছে। সেই সাথে ভরোত্তোলনের পর দ্বিতীয় ডিসিপ্লিন হিসেবে টেবিল টেনিসে বাংলাদেশের পদকপ্রাপ্তি নিশ্চিত হয়েছে।

বাংলাদেশ দলের পক্ষে টুর্ণামেন্টে অংশগ্রহণ করে জাতীয় ক্যাম্পের সিলেকশনের শীর্ষ খেলোয়াড় মো. জাভেদ আহমেদ এবং খই খই সাই মারমা। মালদ্বীপের পক্ষে খেলেন আইশাথ রাফা নাজিম এবং মুসা মুন্সেফ আহমেদ।

আগামী বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ১নং টেবিলে বাংলাদেশ সেমিফাইনালে মুখোমুখি হবে বাইরাইন দলের বিরুদ্ধে। ডিএজেডএন অ্যাপস ডাউনলোডের মাধ্যমে সরাসরি বাংলাদেশর ম্যাচটি অনলাইনে দেখা যাবে।

বাহরাইনের খেলোয়াড় অভিজ্ঞ খেলোয়াড় হলো রাশেদ। কেন্ডা মোহাম্মদ বাহরাইন অনুর্ধ্ব ১৩ দলের চ্যাম্পিয়ান। কেন্ডার সাথে বাংলাদেশের খই খই সাই মারমার মহিলা এককের খেলায় বাংলাদেশ ৪-২ ব্যবধানে জয়লাভ করেছিল। সুতরাং খই খই এর এন্টি রাবারের জাদু ঠিকভাবে কাজ করলে বাংলাদেশের কালকের সেমিফাইনাল ম্যাচ জয়লাভ করতে খুব একটি কষ্টকর হবে না।

বাহরানের সাথে জয়লাভ করতে পারলে বাংলাদেশ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী তুরস্ক অথবা আজারবাইজানের মধ্যে সেমিফাইলে বিজয়ী দলের সাথে। 

সৌদি আরবে বাংলাদেশ টিমকে ভিডিও কল করে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ সনেট শুভেচ্ছা জানান। পাশাপাশি দলকে উৎসাহিত করতে মিক্সড ডবলস্ দলের খেলোয়াড় মোঃ জাভেদ আহমেদ এবং খই খই খাই সাই মারমাকে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের পক্ষ ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। কিন্তু তারা রৌপ্য জয়লাভ করতে পারলে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা এবং স্বর্ণপদক পেলে দুজনকেই নগদ ১ লাখ টাকা করে ২ লাখ টাকা পুরুস্কারের ঘোষণা দেন।