হার দিয়ে এশিয়া কাপ হকি শুরু বাংলাদেশের
এশিয়া কাপ হকির শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ভারতের রাজগীরে বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে পুল ‘বি’ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরে গেছে লাল-সবুজের দল।
ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল হয়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ১৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আশরাফুল ইসলাম।
তবে এই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি লাল-সবুজেরা। ২৫ মিনিটে মালয়েশিয়ার হয়ে সমতাসূচক গোলটি করেন আশ্রান হামসানি। এরপর ৩৬ মিনিটে ফিল্ড গোল করে মালয়েশিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আখিমুল্লাহ আনোয়ার।
পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। তবে শেষ কোয়ার্টারে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। বরং ৪৮ ও ৫৪ মিনিটে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে মালয়েশিয়া। গোল দুটি করেন মুহাজির রউফ ও সায়েদ ছোলান। ফলে, ৪-১ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আগামী শনিবার (৩০ আগস্ট) একই মাঠে দুপুর ১টা ৩০ মিনিটে নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে বাংলাদেশ।