ই-স্পোর্টস এখন বাংলাদেশে স্বীকৃত ক্রীড়া
ইলেকট্রিক স্পোর্টস (ই-স্পোর্টস) এখন বেশ জনপ্রিয়। বিভিন্ন প্রতিযোগিতাও হয় আন্তর্জাতিক অঙ্গনে। এবার বাংলাদেশে ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাক্ট-২০১৮ এর ২ এর ২ এবং ৬ ধারা মোতাবেক ক্রীড়া হিসেবে স্বীকৃতি পেয়েছে এটি।
অবশ্য ঘোষণা করলেও এর পরিচালনা ও কার্যক্রম পরিধি সম্পর্কে ৪ সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটিকে আগামী ২১ কর্ম দিবসের মধ্যে একটি প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
ই-স্পোর্টসবিষয়ক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। যেখানে ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সাইফুল আলমকে আহ্বায়ক করা হয়েছে। সদস্যসচিব হিসেবে ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক রয়েছেন, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের অধ্যাপক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিনিধিকে সদস্য করা হয়েছে।
আইওসি গাইডলাইন অনুসারে, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে কমিটি একটি খসড়া নীতিমালা প্রণয়ন করবে। তথ্য-প্রযুক্তি বিভাগের মতামতসহ বিদ্যমান আইন, বিধিমালা পর্যালোচনাও করে দেখবে সংশ্লিষ্টরা।