লাখ টাকায় পিএস নিয়োগ দেবেন মুনতাসীর, মানতে হবে ১৪ শর্ত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে বহিষ্কৃত নেতা, ঢাকা-১২ আসনের প্রার্থী ও তৃণমূল এনসিপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুনতাসীর মাহমুদ নিজের ব্যক্তিগত সহকারী (পিএস) নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তির অনুযায়ী এ পদে তিনিই নিয়োগপ্রাপ্ত হবেন, যিনি তার দেওয়া ১৪টি শর্ত মানতে পারবেন।
দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য মুনতাসীর মাহমুদের ফেসবুক পোস্টটি তুলে ধরা হল:
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তিঃ আমার একজন ব্যক্তিগত সহকারী প্রয়োজন। বিষয়টা সিরিয়াস এবং ফুল টাইম জব। সবচেয়ে যোগ্য এবং বিশ্বস্ত প্রার্থীকে নিয়োগ দেয়া হবে।
বেতনঃ ১ লাখ টাকা (যোগ্যতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে বাড়তে পারে)।
আবেদনকারীর যোগ্যতা:
★ অনার্স সমমান অথবা এই লেভেলে অধ্যয়নরত।
★ বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে।
★ রাজনৈতিক বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে, বিশেষ করে বিএনপি-জামাত, এনসিপি-গণঅধিকার পরিষদসহ প্রায় সকল রাজনৈতিক দলের ইতিহাস, মূল নেতৃত্ব এবং সামাজিক, রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ লোকজনকে চিনে ও জানে এমন।
★ নির্বাচনী রাজনীতি এবং সংসদীয় আসনগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
★ গুছিয়ে লিখতে এবং বলতে পারার দক্ষতা।
★ বিশ্লেষনী ক্ষমতা এবং সমস্যা সমাধান করার দক্ষতা।
★ উপস্থিত বুদ্ধি, সময়ানুবর্তিতা এবং সুশৃঙ্খল।
★ সুন্দর ড্রেসআপ এবং গেটআপ।
★ প্রেজেন্টেশন দক্ষতা।
★ কম্পিউটার ব্যাসিক, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল জানা।
★ চমৎকার ইংরেজীতে কথা বলা ও লিখতে পারার দক্ষতা। হিন্দি বা উর্দু পারলে প্লাস পয়েন্ট (জরুরী নয়)।
★ যে কোনো বিষয় এনালাইসিস করে দ্রুত শিখার দক্ষতা।
★ চাপ সামাল দিয়ে এবং দল নিয়ে কাজ করার দক্ষতা।
★ সর্বোচ্চ বিশ্বস্ততা এবং গোপনীয়তা বজায় রেখে কাজ করা।
সুবিধা সমূহ:
★ ঢাকা শহরে আমার কাছাকাছি থাকা এবং খাওয়ার সুবিধা।
★ আকর্ষনীয় বেতন ও বোনাস।
★ রাষ্ট্রীয়, ধর্মীয় এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে সরাসরি যোগাযোগ এবং নেটওয়ার্কিং এর সুযোগ।
★ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের সাথে সম্পর্কের সুযোগ।
★ দেশের সবচেয়ে দক্ষ ও সৎ সাংবাদিকদের সাথে কাজ করার সুযোগ।
★ আমার সাথে সারাজীবন কাজ করার সুযোগ।
★ অপ্রকাশিত কিন্ত বৈধ আরো বিভিন্ন সুযোগ।
স্থানঃ ফার্মগেট, ঢাকা।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীকে নিজের বিস্তারিত সিভি এবং ১ মিনিটের একটা সেলফি ভিডিও (কেন আপনি উপরের যোগ্যতাগুলো থাকা সাপেক্ষে এই কাজের জন্য সবচেয়ে যোগ্য, এই বিষয়ে বানানো ভিডিও নিম্নোক্ত ইমেইলে আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
মেইলঃ muntasir310@gmail.com
শেষ সময়ঃ ২৫ ডিসেম্বরর, ২০২৫।
আবেদনকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে সবচেয়ে যোগ্য ৫ জনকে মেইলের মাধ্যমে সরাসরি ইন্টারভিউ এবং পরবর্তী ধাপের জন্য ডাকা হবে।