০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪২

ঢাবির ‘ঘ’ ইউনিট বাতিলের আগে আরেকটু ভাবা দরকার

লেখক  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট বাতিল করা হলে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত হয়ে যাবে। কারণ এইচএসসি পাশের পর বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা মেডিকেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারে।

বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার চতুর্থ সুযোগ হলেও মানবিক ও ব্যবসায় শাখার জন্য ভর্তি পরীক্ষা হিসেবে যথাক্রমে ‘খ’ ইউনিট ও ‘গ’ ইউনিটের পর ‘ঘ’ ইউনিট দ্বিতীয় সুযোগ। ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষা না হলে মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের ঢাবিতে কেবল একটি পরীক্ষার মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা হয়ে যায়, যা নিয়ে আমাদের ভাবতে হবে।

কোন কারণে যদি মানবিক ও ব্যবসায় শাখার কোন শিক্ষার্থী ‘খ’/‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে না পারেন অথবা অসুস্থতাজনিত বা যে কোন কারণে পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে মেধাবী কোন শিক্ষার্থীরও ঢাবিতে ভর্তির স্বপ্ন বাতিল হয়ে যাবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগও নাই।

তাই ‘ঘ’ ইউনিট বাতিলের মাধ্যমে আমাদের মানবিক ও ব্যবসায় শাখার ছেলেমেয়েদের উচ্চশিক্ষার সুযোগ এভাবে সঙ্কুচিত করার আগে আমাদের মনে হয় আরেকটু ভাবার দরকার আছে।

লেখক: চেয়ারপার্সন, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়