৩০ মে ২০২১, ১৫:১৬

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে প্রয়োজনে আবার বন্ধ করুন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও লেখক  © টিডিসি ফটো

কেউ বলতে পারে, করোনা কবে যাবে? বিশেষজ্ঞরা বলেন, করোনা সহজে যাবে না। তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন বন্ধ রাখবেন? ইউনিভার্সিটিতে চাকুরী করার সুবাদে এবং নওগাঁ জেলায় শিক্ষা নিয়ে কাজ করার প্রেক্ষিতে সব শ্রেণির শিক্ষার্থী এবং শিক্ষক এর সাথে কথা বলে কিছু বিষয় উপলব্ধি হয়েছে  আর তা হলো 

ক) করোনা সহজে যাবে না তাই শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন বন্ধ রাখবেন? 

খ) অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, মানবতায় জীবন যাপন করছে এটা নিয়ে যেমনটা কথা হচ্ছে আবার অনেক শিক্ষক নিজেরাই বলছেন এভাবে বসে বসে বেতন নেয়া কি ঠিক হচ্ছে?

গ) দুটি বছর যে বিরতি, জজ, ইঞ্জিনিয়ার নাইবা লাগলো দেশে, ডাক্তার, শিক্ষক পাবেন কোথায়, ঘাটতি অপূরনীয় ক্ষতিই হয়ে থাকবে।

ঘ) আপনার বাসায় যদি ৭-১৫ বছরের বাচ্চারা থাকে তাহলে উপলব্ধি করবেন বিশেষ করে যারা শহরে থাকেন, ফোন,  গেম, ইন্টারনেট এ ব্যস্থ। 

ঙ) ক্লাস শুরুর পরও দেখবেন সবকিছু অগোছালো, সেট করতে বছর লেগে যাবে।

চ)  ৫-২৮ বছরের সবাই মানসিক চাপে পড়ে আছেন। বিশেষ করে যারা একই ক্লাস দু'বছর কাটিয়েছে এবং চাকরির আবেদনের বয়স শেষের দিকে। 

ছ) সবকিছু খোলা থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান কেন নয়!  কম পড়াশোনা শ্রমিকরা যদি স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে পারে, মানুষ গড়ার কারিগররা কেন পারবেন না?

জ)  Helpline:Hello Naogaon ফেসবুক ভিত্তিক গ্রুপ থেকে অনলাইন ক্লাস নিয়ে যা অভিজ্ঞতা হয়েছে তাহলো, মোবাইল ফোন থাকে তো ইন্টারনেট থাকে না, বিদ্যুৎ থাকে তো ইন্টারনেট প্যাকেজ থাকেনা। আবার ইন্টারনেটের আওতায় আনা কঠিন সবাইকে।

পরিশেষে আবারও সরকারের কাছে অনুরোধ শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি খুলে না দিয়ে পরীক্ষামুলক দেখতে পারেন। যদি ফলাফল অনুকূলে আসে ভালো, না এলে বন্ধ ঘোষণা করা যেতে পারে, তখন আর কেউ কিছু বলার চেষ্টা করবে না। 

লেখক: সংগঠক, লেখক ও সমাজ সেবক
ই-মেইল: mhrrubd@gmail.com