২৭ আগস্ট ২০২০, ১৭:১২

নিজেরা বেকার, বিদেশীরা এসে চাকরি করছে কীভাবে?

ড. আসিফ নজরুল  © ফাইল ফটো

বাংলাদেশে বেকার সমস্যা আগেও ছিল। কিন্তু করোনাকালে এটি প্রকট আকার ধারন করেছে। এমন এক সময়ে বাংলাদেশে কর্মরত বিদেশীদের নিয়ে প্রশ্ন তোলা আরো জরুরী হয়ে পড়েছে।

বাংলাদেশের তরুণরা বেকার থাকবে আর বিদেশীরা এখানে চাকরী করে শতশত কোটি টাকা নিয়ে যাবে এটা কীভাবে গ্রহনযোগ্য হয়? এরমধ্যে অনেকে আবার অবৈধভাবে চাকরী করছেন এমন কথাও শুনি আমরা।

অবৈধভাবে ভারতে কাজ করতে গেলে সীমান্তেই আমাদের দেশের মানুষকে গুলি খেয়ে মরতে হয়। আর আমরা কিনা অন্যদের অবৈধভাবে কাজ করতে দিচ্ছি নিজেদের নাগরিকদের বেকার রেখে?

ভারতীয় হোক, পাকিস্তানী হোক, বৈধ-অবৈধ সকল বিদেশীকে চাকরী থেকে হঠাতে হবে। শুধুমাত্র অতি আবশ্যিক ক্ষেত্রে কোন বিকল্প না পাওয়া গেলে তারা বৈধভাবে আবেদন করে কাজ করতে পারবে। অন্য কোনভাবে না।