বুয়েটের আন্দোলনে কেউ কেউ আলুপোড়া খাওয়ার চেষ্টা করছেন
কারো ঘর পোড়ে, কেউ আলু পোড়া খায়...
একটা তরতাজা মেধাবী ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এখনো একজনকেও পাইনি, যারা এই হত্যাকাণ্ডের পক্ষে কথা বলেছেন। এই মর্মান্তিক ঘটনায় সবাই ব্যথিত। দোষীদের দৃস্টান্তমুলুক শাস্তি হোক এটাই সবার দাবি।
ইতিমধ্যে মামলা হয়েছে, আসামিরা অধিকাংশ গ্রেফতার হয়েছে, রিমান্ডেও জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকারীরা নিজ দলের হলেও সরকার কিংবা ছাত্রলীগ কেউই বিন্দুমাত্র ছাড় দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কঠোর ব্যবস্থা নিয়েছেন।
২০০২ ছাত্রদলের দুই গ্রূপের বন্দুক যুদ্ধে নিহত বুয়েট ছাত্রী সনি হত্যা মামলার আসামিরা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে। খুনীদের একজন ছাত্রদলের গত কমিটিতেও সহসভাপতি ছিলেন।
২০১৩ সালের ৯ এপ্রিল এই বুয়েট ক্যাম্পাসে আরিফ রায়হান দ্বীপকে কুপিয়ে যারা হত্যা করেছিল তারা এই বুয়েটেরই ছাত্র। কারণ দ্বীপ যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়েছিলো। তখন কিন্তু আমাদের বিবেক জাগ্রত হয়নি, এখন হয়েছে।
তখন হয়নি বলে এখন হবেনা এমন কোন কথা নেই। ‘বেটার লেট দ্যান নেভার।’ তবে তখন আমাদের বিবেক জাগ্রত হলে হয়তো মৃত্যুর মিছিলটা বড় হতো না।
বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনটা যৌক্তিক। তারা ক্যাম্পাসের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে কার্যকর আন্দোলন করছেন। তারা হত্যার বিচার চাইছেন এবং এই রকম ঘটনা যাতে না ঘটে এর জন্য ৬ দফা দাবি দিয়ে স্থায়ী সমাধান খুঁজছেন।
কিন্তু এই আন্দোলনের মধ্যে বসে কেউ কেউ আলুপোড়া খাওয়ার চেষ্টা করছেন। ওই যে কথায় আছেনা, ‘কারো ঘর পোড়ে, আর কেউ কেউ সেই আগুনে আলু পুড়ে খায়।’ এই গ্রূপটিই হচ্ছে যত নষ্টের মূল।
তারা সবসময় সুযোগই খুঁজে আন্দোলনের মধ্যে তাদের দলীয় ও নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য। এইভাবে এজেন্ডা নিয়ে ঢুকে তারা সার্বজনীন কোটা আন্দোলন, স্কুলের শিক্ষার্থীদের পরিবহন আন্দোলন নষ্ট করেছে। কালও দেখলাম ব্যানারে লেখা, ‘আবরারদের মৃত্যু নাই- খালেদা জিয়ার মুক্তি চাই।’
আন্দোলনগুলোর প্রথম সারিতে এনজিও-এম্বাসিপন্থী ও শিবিরের পরিচিত মুখগুলোও দেখা যাচ্ছে। তাদের উদ্দেশ্য সরকারকে বেকায়দায় ফেলা। এই কুচক্রী মহলের উপস্থিতি দেখে আন্দোলনের অনেক পরিচিতমুখ ইতিমধ্যে এই আন্দোলন থেকে বেরিয়ে এসেছে।
তারা কিন্তু হত্যার বিচার চাচ্ছেন না, তারা বার বার বলার চেষ্টা করছেন যে ‘ভিন্নমত’র কারণে আবরারকে হত্যা করা হয়েছে। এদের সঙ্গে তাল মিলিয়ে মিডিয়ার কিছু লোকজনও টকশোতে সমস্বরে বলছেন ভিন্নমতের কথা।
হিসাবটা খুব সহজ। শুধু ভিন্নমতের কারণেই যদি হত্যাকাণ্ড ঘটে, তাহলে আপনারা দিনের পর দিন ষাড়ের মত চিৎকার করছেন কিভাবে ? এখনই’বা মিডিয়াতে এইসব বলছেন কিভাবে? সরকার যদি ভিন্নমতের টুটি চেপে ধরতোই, তাহলে কি অকথ্য ভাষায় আপনারা এইসব গালিগালাজ করতে পারতেন ?
একটা নিষ্ঠুর হত্যাকাণ্ডের মধ্যে আপনাদের এজেন্ডা না ঢুকিয়ে বিচার চান। নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে এলে এই আন্দোলনটিও অন্যগুলোর মতো নষ্ট হয়ে যাবে।
লেখক: প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব
ফেসবুক থেকে নেওয়া।