২৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৪
ভূমিকম্প নিয়ে বিএনপি-জামায়াতের পরিকল্পনা কী, কাদেরটি বেশি ইফেক্টিভ?
আমার মত: এই জিনিস নিয়ে আমি লিখেছি। পুরা দেশই ঝুকিপূর্ণ, তাই অন্তত উপজেলা লেভেলে থাকতে হবে।
আমার মত: এটা নিয়েও লিখেছিলাম৷ নতুন বাড়িতে সম্ভব, পুরাতন বাড়িতে রেট্রোফিটিং এর খরচের ব্যাপারে পরিকল্পনা থাকা উচিত।
আমার মত: অবশেষে কোন দলীয় প্রধান এরকম ক্রিটিক্যাল বিষয় এড্রেস করেছেন। এটা নিয়ে তো লিখেই যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ৷ শুধু খাল খনন না, পুকুর ফিরিয়ে আনতে হবে, রাস্তার পাশে মাটি ফিরিয়ে আনতে হবে।
১। ঢাকায় পরিকল্পিতভাবে ঘনবসতি কমানো হবে।
আমার মত: কিভাবে? ডি সেন্ট্রালাইজেশন? তাও তো বিল্ডিং কমানো যাবে না। বিএনপির ৩১দফাতে ডিসেন্ট্রালাইজেশনের কথা আছে। জামাত কি প্ল্যান থেকে বলছে - স্পেসিফিক করা উচিত।
আমার মত: দুই দলই এক মত। এই রাজউক দিয়ে কি সম্ভব?
আমার মত: এটা বিএনপির থেকে স্পেসিফিক। কিন্তু কিভাবে? সেই আগের প্রশ্ন- টাকা কে দিবে?
আমার মত: এটা সবার দ্বায়িত্ব। জেনেরিক কথা, পরিকল্পনাতে আসার মতো পয়েন্ট না।
আমার মত: এটা করা যেতে পারে। যদিও পুর্বাভাস পাওয়া যাবে ম্যাক্সিমাম ২০ সেকেন্ড থেকে ১ মিনিট আগে। কোন এক দেশে আমি এরকম সিগনাল পেয়েছিলাম, ম্যাসেজ পড়তে পড়তেই ভুমিকম্প শুরু হয়ে যায়। তাই কতটা ইম্পেক্ট ফেলবে সন্দিহান।
আমার মত: এটা নিয়ে কোন প্রশ্ন নাই। তবে নিশ্চয় আল্লাহ হাত গুটিয়ে রাখা পছন্দ করে না।
দুই পক্ষ থেকেই আর ও স্পেসিফিক প্রস্তাবনা চাই। কারন লড়াই হতে হবে ভালোর সাথে ভালো। কার প্রস্তাবনা আমাদের জন্য বেশি ইফেক্টিভ? আপনারা বুঝে নেন।