পররাষ্ট্রনীতিতে দরকষাকষির জায়গায় কোন ছাড় নয়
আমাদের পররাষ্ট্রনীতি যেন নুয়ে পরেছিল। নতুন পররাষ্ট্রমন্ত্রী আশা করি আমাদের পররাষ্ট্রনীতিকে আরো শক্তিশালী করে দরকষাকষির জায়গায় কোন ছাড় দিবেন না। এটি শুধু ভারতের জন্য নয়, যেকোনো দেশের সাথে দরকষাকষির জায়গায় আমাদের যথেষ্ট স্ট্রং থাকা লাগবে।
রোহিঙ্গা সমস্যা অনেকদিন থেকেই চলে আসছে। এখানেও আমরা দক্ষ কূটনীতির পরিচয় দিতে পারছি না। মিয়ানমারের মতো দেশ মাঝেমাঝেই তাদের মানচিত্রে বাংলাদেশের কিছু অংশকে তারা নিজেদের ভূখণ্ড হিসাবে দেখায় এটা রীতিমতো আমাদের সার্বভৌমত্বে নগ্ন আঘাত। বাংলাদেশ সরকার কড়া প্রতিবাদ করলেও তারা আবারো একই দুঃসাহস দেখায়।
আমাদের এসব জায়গায় পররাষ্ট্রনীতি আরো শক্তিশালী করা প্রয়োজন। মনে রাখবেন, ৩০ লক্ষ বাঙ্গালী জীবন দিয়ে এদেশকে স্বাধীন করেছে। সুতরাং কারো চোখ রাঙ্গানো আমরা সহ্য করবো না। নিজ দেশের স্বার্থের বিষয়ে কারো কাছে নতি স্বীকার নয়, এটাই হোক আজকের তারুণ্যের প্রতিজ্ঞা......!!
লেখক: ফারুক হাসান,
ঢাকা বিশ্ববিদ্যালয়
যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।