২৮ জুন ২০২৫, ১৬:৫৬

পিএইচডি ছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ চান না ৯৩ শতাংশ

পিএইচডি ডিগ্রি নিয়ে মতামত  © টিডিসি সম্পাদিত

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক হওয়া উচিত কি না, এই প্রশ্নে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুষ্ঠিত এক জনমত জরিপে সংখ্যাগরিষ্ঠ অংশগ্রহণকারী ‘পক্ষে’ মত দিয়েছেন। দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে পরিচালিত এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শুক্রবার (২৭ জুন) ‘দ্য ডেইলি ক্যাম্পাস’র ফেসবুক পেজে একটি জরিপ পোস্ট করা হয়। যেখানে প্রশ্ন করা হয় ‘পিএইচডি ছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া উচিত নয় বলে মনে করেন প্রোজ্জ্বল শিক্ষাবিদরা। আপনি পক্ষে, না বিপক্ষে?’ জরিপের পোস্টে ভিন্নমত থাকলে মন্তব্য করে জানানোর আহ্বান জানানো হয়। 

পোস্টকৃত জরিপে ১৬ ঘণ্টায় ভোট দিয়েছেন প্রায় ৮ হাজার জন। এর মধ্যে পক্ষে ভোট দিয়েছেন ৯৩ শতাংশ, যা সংখ্যায় প্রায় ৭ হাজার ৪৪০ জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন ৭ শতাংশ, যা সংখ্যায় প্রায় ৫৬০ জন।

জরিপটিতে অংশ নেওয়ার পাশাপাশি অনেকে মন্তব্যের ঘরে নিজেদের মতামত তুলে ধরেছেন। সেখানে মন্তব্যকারীদের অনেকে তাদের যুক্তি তুলে ধরেন। কেউ কেউ পিএইচডি ডিগ্রির গুরুত্ব তুলে ধরে বলেন, উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হলে গবেষণা-ভিত্তিক দক্ষতা থাকা অপরিহার্য। অনেকে আবার বিপক্ষে মত দিয়ে বলেন, ভালো শিক্ষক হতে হলে শুধু ডিগ্রি নয়, প্রয়োজন দক্ষতা, অনুপ্রেরণা ও শিক্ষাদানে পারদর্শিতা।

জরিপ পোস্টের কমেন্টে অয়ন মাহমুদ নামের একজন পাঠক বলেন, ‘বাংলাদেশের সামাজিক কন্টেক্সট বিবেচনা করা উচিত। বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল চাকরিতে অনার্সের রেজাল্ট দিয়ে জয়েন করে। বিশ্ববিদ্যালয়ও তাই হওয়া উচিত। যদি পিএইচডি সহ নিতে হয় তাহলে অ্যাসিসট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে নিতে হবে। সবকিছু শুনতে ভালো লাগলেও বাস্তবতার সাথে মিল থাকা জরুরি।’

মুহাম্মদ আল মুজাহিদ নামের আরেকজন পাঠক তার মন্তব্য তুলে ধরে বলেন, ‘অনেক যোগ্যতা সম্পন্ন পিএইচডি করা ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও বেশিরভাগ শিক্ষক নিয়োগ হয় রাজনৈতিক আশ্রয়ে। পিএইচডি ছাড়া নিয়োগ দিলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের খরচে পিএইচডি করে।’

জয়নুল আবেদিন ফাহিম মন্তব্য করে বলেন, ‘পিএইচডি করার জন্য লম্বা সময় ও শ্রম দরকার। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় এটা বাধ্যতামূলক করাটা অযৌক্তিক।’

বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করছেন, শুধু পিএইচডি ডিগ্রি নয়, বরং তার সাথে গবেষণার গুণগত মান, শিক্ষাদানের দক্ষতা ও বাস্তবিক চাহিদা বিবেচনায় নিয়োগনীতি নির্ধারণ করা উচিত।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো গবেষণাধর্মী প্রতিষ্ঠান, এখানে গবেষণাই তো হবে। সেক্ষেত্রে শিক্ষক নিয়োগে পিএইচডি থাকাটা ভালো। যারা পিএইচডি করে আসে না, তারা পরবর্তীতে পিএইচডি করতে চার বছরের জন্য চলে যায়। তখন ওই পদে তো আর সেবা পায় না বিশ্ববিদ্যালয়। পিএইচডি থাকলে বিশ্ববিদ্যালয়ে সেবা বিঘ্নিত হওয়ার সুযোগ থাকে না।’