বনানী ট্রাজেডি: প্রশাসন নয়, জনগণেরও দায়বদ্ধতা রয়েছে (ভিডিও)
রাজধানী বনানীর এফআর টাওয়ারের আট ও নয় তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিকসহ ২৫জন নিহত ও ৭৩জন আহত হয়েছেন। ঘটনায় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করছেন অনেকে। এ ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সম্প্রতি ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা নিয়ে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র প্রভাষক আজিমুর রশিদ কনক।
আজিমুর রশিদ কনক বলেন, কোথাও আগুন লাগলেই ফায়ার সার্ভিসের দিকে তীর চলে যায়। ফায়ার সার্ভিস সময়মতো আসেনি, ঠিকমতো কাজ করেনি। বনানীর অগ্নিকাণ্ডের ঘটনা অনেক বেশি মর্মান্তিক। কিছুদিন আগেই পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বারবার আগুন লাগার পরও আমাদের শিক্ষা হয়না।
অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনার জন্য প্রশাসন ও ফায়ার সার্ভিসের দিকে আঙুল না তুলে নিজেদের দিকে আঙুল তুলেন আজিমুর রশিদ কনক। আমরা যারা প্রশ্ন করছি, সমালোচনা করছি তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আগুন লাগার পর সড়কের মাঝে সাধারণ মানুষের ভিড় দেখে মনে হয় হলিউডের কোন সিনেমার শুটিং চলছে। মানুষজন এত আনন্দের সঙ্গে ছবি তুলছে ও ভিডিও করছে! কিন্তু কেন? ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে আসার পথে যদি উৎসুক জনতা বাঁধা সৃষ্টি করে, তাহলে উদ্ধার অভিযানে বিঘ্ন হওয়া স্বাভাবিক। এমনটাই ভাবছেন আজিমুর রশিদ কনক। পাশাপাশি এ বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য সকলকে এগিয়ে আসারও আহবান জানান তিনি।
দেখুন ভিডিওতে...