স্বাধীনতাবিরোধী চেতনা কি মুছতে পেরেছি?
"If blood is the price of independence, then Bangladesh has paid the highest price in history"
- London Times / 1971
১৯৭১ সালের ২৫ শে মার্চ কালো রাতে ঘুমন্ত নিরপরাধ বাঙালির উপর গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি নর-পিশাচরা, মানুষরূপী পাকিস্তানি পশুরা। হত্যায়, ধর্ষণে আর নির্যাতনে মেতে উঠে ছিল তারা সেদিন। আর এতে যোগ দিয়েছিল এদেশীয় রাজাকার, আলবদর। আমাদের জন্য সবচেয়ে লজ্জার, সবচেয়ে ঘৃণার ব্যাপার এই যে এসব রাজাকাররাও ছিল এদেশীয় বাঙালী। এসব রাজাকার, আলবদর আসলে বাঙালী জাতির কলঙ্ক।
এখন প্রশ্ন হচ্ছে স্বাধীনতার এত বছর পরও আমরা এ কলঙ্ক মুছে ফেলতে পেরেছি কিনা?
হ্যাঁ, অমরা হয়তো যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে পেরেছি, কিন্তু তাদের ছড়িয়ে দেওয়া স্বাধীনতাবিরোধী চেতনা আমরা আদৌ মুছে ফেলতে কি পেরেছি?
না এখনো আমরা পারিনি। পঁচাত্তরের পর থেকে এ ঘৃণিত স্বাধীনতা বিরোধী চেতনা ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়ছে প্রজন্ম থেকে প্রজন্মে। আর বিকৃত করে চলেছে প্রকৃত ইতিহাসকে।
আর তাই, স্বাধীনতারে এতবছর পরও এদেশের মাটিতে দড়িয়ে প্রকাশ্যে স্বাধীনতার বিরোধী কথা বলতে দেখা যায়, মুক্তিযুদ্ধের আবশ্যকতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়, স্বাধীনতাকে অবহেলা করতে দেখা যায়, স্বাধীনতাকে অস্বীকার করতে দেখা যায়, পাকিস্তানকে পূজা করতে দেখা যায়।
সব চেয়ে বড় লজ্জার বিষয় এই যে তারা জাতির জনক শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করে। অথচ বাঙালী হওয়ার জন্য,বাংলাদেশী হওয়ার জন্য দলমতের উর্ধ্বে ওঠে সর্বপ্রথম যেটা প্রয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকার করা। সর্বোপরি আজকের এ দিনে সকল শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ করছি।
লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।