বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কেন ছাত্র সংসদ জরুরি
বর্তমানে বাংলাদেশে ১০০টিরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শিক্ষা প্রদান করে থাকে। কিন্তু শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে যতটুকু ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, ততটুকু ব্যবস্থা নেয়া হয় না। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের পরিবর্তে ভাড়া করা ভবনকে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হচ্ছে বছরের পর বছর। নিয়মকানুন এর দিকে কোন ভ্রুক্ষেপ করা হচ্ছে না। আর এ কারণে বিভিন্ন সময় বন্ধ হয়ে যাচ্ছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়। অনিশ্চয়তার মধ্যে পড়ছে হাজারো শিক্ষার্থীদের ক্যারিয়ার।
একটি ক্যাম্পাসের জন্য যতটুকু সুযোগ সুবিধা দেয়ার দরকার, তা সেখানে দেয়া হয় না। ক্লাসরুম গুলো তুলনামূলক ভাবে ছোট হয়ে থাকে। থাকে না কোন বড় মাঠ। থাকে না বড় মাপের লাইব্রেরী, ক্যাফেটেরিয়া ইত্যাদি। আর সে কারণে শিক্ষার্থীদের মেধা মননের বিকাশ বাধাগ্রস্ত হয়। আবার অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, যারা কিছু জমি ক্রয় করে স্থায়ী ক্যাম্পাসের জায়গা দেখিয়ে সকলকে শান্তনা দেয়। কিন্তু আশানুরূপ কোন কাজ দেখানো হয় না।
এবার আসা যাক, কেন ছাত্র সংসদ প্রয়োজন। একটি ছাত্র সংসদ শিক্ষার্থীদের সকল অধিকার আদায়ে বড় ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ছাত্র প্রতিনিধিগণ শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে তাদের অধিকার আদায় করতে জোরালো ভূমিকা পালন করে। ছাত্রছাত্রীদের বিভিন্ন সুুযোগ সুবিধা নিশ্চিত করতে তারা বড় ভূমিকা পালন করে থাকে।
অনেকে প্রশ্ন তুলতে পারেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় এ রাজনীতি করা যায় না। তাহলে ছাত্র সংসদ হবে কিভাব? উত্তর খুব সহজ। ছাত্র সংসদ কোন রাজনৈতিক বিষয় নয়। সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে যারা নেতৃত্ব দান করতে যোগ্য, তাদেরকে নির্বাচিত করে ছাত্র সংসদের প্রতিনিধি বানানো হয়।
প্রকাশ থাকে যে, এটি রাজনৈতিক বিষয় না হলেও এর মাধ্যমে সুস্থ রাজনৈতিক জ্ঞান আহরণ করা যায়, যা পরবর্তী সময়ে দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগানো যায়।
সকল দিক বিবেচনা করলে দেখা যাচ্ছে যে, এসব দিক সমূহ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেক পিছিয়ে রয়েছে। তাই বর্তমান সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত ছাত্র সংসদ অতি প্রয়োজনীয় হয়ে দাড়িয়েছে।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এখন সময়ের দাবী। তাই ছাত্রসংসদ গঠন করতে কর্তৃপক্ষ ও সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
লেখক: আব্দুল্লাহ শুভ
শিক্ষার্থী, আইন বিভাগ,
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী।