দেশে আরো ইলেকট্রিশিয়ান প্রয়োজন
বাংলাদেশ অর্থনৈতিক ভাবে দ্রুত উন্নয়ন লাভ করলেও কারিগরী শিক্ষায় পিছিয়ে পড়ছে। বর্তমানে বিদ্যুৎ উন্নয়নের চালিকা শক্তি । এটা জীবনযাত্রার মান উন্নয়নের অপরিহার্য উপাদান। ২০০৯ সাল হতে শহর ও পল্লী অঞ্চলে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ বিতরণ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কোন সন্দেহ নেই এতে দেশের অর্থনীতি বলবান হচ্ছে। বিদ্যুতের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পর্শ হয়ে মানুষের মৃত্যুর দুঃখজনক ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে প্রধারণত প্রশিক্ষণপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানের অভাবে।
গত কয়েক বছরে আমরা অনেক অমূল্য জীবন হারিয়েছি। প্রতিদিন দৈনিক সংবাদমাধ্যমে বিদ্যুৎস্পর্শ হয়ে দুঃখজনক মৃত্যুর ঘটনা প্রকাশ হচ্ছে। অনেক সরকারি পলিটেকটিক ইন্সটিটিউশনে প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ান গঠনের জন্য ট্রেড কোর্স চালু রয়েছে। তারপরও দেশে প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এহেন অবস্থায়, কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক প্রয়োজনীয় ইলেকট্রিশিয়ান গঠনের জন্য ট্রেড কোর্সটির প্রশিক্ষণ সুযোগ ব্যাপকভাবে সম্প্রসারণ করা জরুরী হয়ে দাঁড়িয়েছে।
সুনামগঞ্জ জেলায় কোন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান নেই। সুনামগঞ্জে ইলেকট্রিশিয়ান গঠনের জন্য ট্রেড কোর্স চালু খুবই জরুরী। সুনামগঞ্জের দারিদ্রপীড়িত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নেও এটি ভূমিকা রাখতে পারে। এমতাবস্থায়, সুনামগঞ্জ জেলায় সরকারী কারিগরী ইন্সটিটিউশন স্থাপন ও পরিচালনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেশে নিরাপদ বিদ্যুতের ব্যবহার চাই।