১১ হাজার প্রার্থীর যোগদান নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান
বিশেষ গণবিজ্ঞপ্তি ও তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে নিয়োগের প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের সনদ যাচা-বাছাইয়ের কাজ চলছে। এই কাজ শেষে তাদেরকে পুলিশ ভেরিফিকেশন ফরম মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেরিফিকেশন শেষে প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হবে।
শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়াদের যোগদান নিয়ে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।
তিনি জানান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও নীতিমালায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে। একই পদের জন্য স্কুল-কলেজে এক ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে। আবার মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের জন্য আলাদা যোগ্যতা। এটি সমন্বয় করতে আমাদের কিছুটা সময় লাগছে।
এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যারা নিয়োগের প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদের পুলিশ ভেরিফিকেশন করা হবে। পুলিশ ভেরিফিকেশন শেষে এসব প্রার্থীরা নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র পাবেন।