০৬ জুলাই ২০২২, ১৫:৩৮
১৭তম নিবন্ধন নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান
১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১২ আগস্ট ১৭তম নিবন্ধনের প্রিলি নিয়ে যে খবর ছড়ানো হয়েছে সেটি সত্য নয়।
সম্প্রতি দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।
তিনি বলেন, আমাদের স্থান সংকট রয়েছে। জায়গার জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। তবে আমাদের চাহিদা অনুযায়ী সেটি পাওয়া যাচ্ছে না। এজন্য পরীক্ষার তারিখ ঘোষণা করা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি দ্রুত পরীক্ষা আয়োজনের।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
প্রসঙ্গত, ২০২০ সালের ২২ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী ওই বছরের ১৫ মে সকালে স্কুল পর্যায়ে এবং বিকেলে কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ দেওয়া হয়। তবে এর আগেই দেশে করোনা সংক্রমণ শুরু হলে থেমে যায় নিবন্ধন কার্যক্রম। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গ্রন্থাগার ও গ্রন্থাগার প্রভাষকদের জন্য চলতি বছর সংশোধীত বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। নতুন করে প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করলেও রুম সংকটের কারণে প্রিলি পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কর্তৃপক্ষ।