বিকেলের মধ্যে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে: চেয়ারম্যোন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ১১ হাজার ৭৬৯ জনকে নিয়োগের সুপারিশ করা হবে। বিকেলের মধ্যে নির্বাচিতদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
রবিবার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এনামুল কাদের খান।
এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি ও সেকেন্ড মেরিট লিস্ট মিলিয়ে ১১ হাজার ৭৬৯ জনকে নিয়োগের সুপারিশ করা হবে। এর মধ্যে ৭ হাজার পদ সেকেন্ড মেরিট লিস্টের। আর বাকি পদগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির। যারা নিয়োগ পেয়েছেন তাদের পুলিশ ভেরিফিকেশন হবে। এরপর তারা চূড়ান্ত নিয়োগ পাবেন।
আরও পড়ুন: জুনেই শূন্য পদের চাহিদা, চতুর্থ গণবিজ্ঞপ্তি শিগগিরই
এনামুল কাদের খান আরও বলেন, যারা শিক্ষক নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন কিছুক্ষণের মধ্যে তাদের মুঠোফোনে এসএমএসএর মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এছাড়া টেলিটক ও আমাদের ওয়েবসাইটেও তালিকা প্রকাশ করা হবে। বিকেলের মধ্যেই তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।