১১ হাজার ৭৬৯ জনকে নিয়োগের সুপারিশ করল এনটিআরসিএ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ১১ হাজার ৭৬৯ জনকে প্রাথমিকভাবে সুপারিশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
রবিবার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সংবাদ সম্মেলন শেষে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন এনটিআরসিএ সদস্য (যুগ্ম সচিব) এ বি এম শওকত ইকবাল শাহীন।
আরও পড়ুন: জুনেই শূন্য পদের চাহিদা, চতুর্থ গণবিজ্ঞপ্তি শিগগিরই
তিনি বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি ও সেকেন্ড মেরিট লিস্ট মিলিয়ে ১১ হাজার ৭৬৯ জনকে নিয়োগের সুপারিশ করা হবে। এর মধ্যে ৭ হাজার পদ সেকেন্ড মেরিট লিস্টের। আর বাকি পদগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির। যারা নিয়োগ পেয়েছেন তাদের পুলিশ ভেরিফিকেশন হবে। এরপর তারা চূড়ান্ত নিয়োগ পাবেন।
নির্বাচিতদের তালিকা ওয়েবসাইটে কখন প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা কিছুক্ষণ পর তাদের মোবাইলে এসএমএস পেয়ে যাবেন। বিকেলের মধ্যে নির্বাচিতদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।