বিশেষ গণবিজ্ঞপ্তি হতে পারে সোমবার অথবা মঙ্গলবার

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার ৩২৫ জন শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি আগামীকাল সোমবার অথবা মঙ্গলবার প্রকাশ করা হতে পারে। ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন।

তিনি বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের সব কাজ প্রায় শেষ। তবে সামান্য কিছু কাজ বাকি রয়েছে। আশা করছি এটি শেষ হয়ে যাবে। কাল অথবা পরশু আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো।

এ বি এম শওকত ইকবাল শাহীন আরও বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তিতে সবাই আবেদন করতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ১-১৬তন নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সকলেই আবেদন করতে পারবেন।

এর আগে বেসরকারি স্কুল-কলেজে ৫৪ হাজার শূন্য পদের বিপরীতে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। তবে আবেদন না পাওয়ায় এবং মহিলা কোটায় ৬ হাজার ৭৭৭টি পদ পূরণ না হওয়ায় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে এনটিআরসিএ।

প্রসঙ্গত, গত বছর ৩৮ হাজারের বেশি শিক্ষককে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছিল। তবে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে না পাঠানোয় ৩৪ হাজার ৭৩ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেয়া হয়। গত ২০ জানুয়ারি এই সুপারিশপত্র দিয়েছিল এনটিআরসিএ।


সর্বশেষ সংবাদ