সুপারিশ প্রাপ্ত ৫৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শুরু
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশ প্রাপ্তদের চূড়ান্ত নিয়োগে পুলিশ ভেরিফিকেশন শুরু হয়েছে। বুধবার (২৫ আগস্ট) এনটিআরসিএর পরিচালক কাজী কামরুল আহসান (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ/সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীর সুরক্ষা ও সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত পুলিশ প্রত্যয়ন ফরম (ভি রোল) পূরণ করা প্রয়োজন।
এতে আরও বলা হয়, এনটিআরসিএ-এর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) পুলিশ/ সিকিউরিটি ভেরিফিকেশন বক্স থেকে ভি-রোল ফরম ডাউনলোড করে এই ফরমের পাঁচ কপি স্বহস্তে যথাযথভাবে পূরণ করে এবং খামের উপরে বড় অক্ষরে প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করে ডাকযোগে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল গত ১৫ জুলাই রাতে ওয়েবসাইটে প্রকাশ করে এনটিআরসিএ। তবে ৫১ হাজার ৭৬১টি পদে সুপারিশ করার কথা থাকলেও সুপারিশ করা হয়েছে ৩৮ হাজার ২৮৬ জন প্রার্থীকে।
এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৬১০ জনকে এবং নন-এমপিভুক্ত প্রতিষ্ঠানে ৩ হাজার ৬৭৬ জনকে সুপারিশ করা হয়েছে। আর ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না পাওয়ায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে ফলাফল দেয়া সম্ভব হয়নি।
পুলিশ ভেরিফিকেশনের বিষয়ে এনটিআরসিএ সচিব এ টি এম মাহবুব-উল করিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। এরপর চূড়ান্ত নিয়োগের সুপারিশপত্র দেয়া হবে। এছাড়া নির্বাচিত প্রার্থীদের তালিকা এনটিআরসিএর ওয়েবসাইটেও দেয়া হবে।