১২ আগস্ট ২০২১, ১৭:৪১

১৬তম নিবন্ধনের স্থগিত ভাইভা শুরু ২৪ আগস্ট

এনটিআরসিএ  © ফাইল ফটো

আগামী ২৪ আগস্ট থেকে ১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত মৌখিক পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্বতৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনটিআরসিএ’র সদস্য (যুগ্ম সচিব) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬তম শিক্ষক নিবন্ধন-২০১৯ এর স্থগিতকৃত মৌখিক পরীক্ষা আগামী ২৪ আগস্ট থেকে সযথাযথ স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে।

এতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার প্রার্থীদের পরবর্তিতের টেলিটকের মাধ্যমে এসএমএসম পাঠানো হবে। এসএমএস পাওয়ার পর পূর্বে ডাউনলোডকৃত প্রবেশপত্র ও প্রবেশপত্রে উল্লেখিত সকল সার্টিফিকেট, এনআইডি ও মার্কসীট এর মূল কপিসহ পরিবর্তিত তারিখ অনুযায়ী মাস্ক পরিধানসহ মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তি