বিশেষ গণবিজ্ঞপ্তিতে ট্রেড ইন্সট্রাক্টরদের অন্তর্ভুক্তির দাবি, যা বললেন চেয়ারম্যান
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ৬৬৮টি পদের বিশেষ গণবিজ্ঞপ্তিতে ১৬তম নিবন্ধনের ফল প্রত্যাশীদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন ট্রেড ইন্সট্রাক্টর কোর্সের ফল প্রত্যাশীরা। তবে ফল প্রকাশ না হওয়ায় বিশেষ গণবিজ্ঞপ্তিতে ট্রেড ইন্সট্রাক্টরদের অন্তর্ভুক্তির সুযোগ নেই বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
জানা গেছে, ২০১৯ সালের ২৩ মে ১৬তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। গত বছরের নভেম্বরে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর ডিসেম্বর মাসে ২২ হাজারের অধিক প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হয়। অল্প কিছু প্রার্থীর ভাইভা বাকি থাকায় এখনো চূড়ান্ত ফল প্রকাশ করেনি এনটিআরসিএ। এরই মধ্যে তিনটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সূত্র জানায়, ১৬তম নিবন্ধনের ২২ হাজার প্রার্থীর মধ্যে ২৪০ জন প্রার্থী ট্রেড ইন্সট্রাক্টর কোর্সের। যাদের ভাইভা গত বছরের ডিসেম্বরে শেষ হয়েছে। তবে ১৬তম নিবন্ধনের সামগ্রিক ভাইভা শেষ না হওয়ায় ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ফল প্রকাশ না হওয়ায় সেসিপের বিশেষ গণবিজ্ঞপ্তিতে প্রার্থীদের আবেদনের সুযোগ পাচ্ছেন না। ফলে আবেদনের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন ট্রেড ইন্সট্রাক্টরে নিয়োগ প্রত্যাশীরা।
এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসএর চেয়ারম্যান এনামুল কাদের খান সোমবার (৯ আগস্ট) নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সেসিপের বিশেষ গণবিজ্ঞপ্তিতে ১৬তম নিবন্ধনের প্রার্থীদের সুযোগ দেয়া সম্ভব হবে না। কেননা তাদের চূড়ান্ত ফল এখনো প্রকাশ করা হয়নি।
ট্রেড ইন্সট্রাক্টরের প্রার্থীদের ভাইভা শেষ হয়েছে, বিশেষ ব্যবস্থায় তাদের আবেদনের সুযোগ দেয়া যায় কিনা— এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএর চেয়ারম্যান জানান, ট্রেড ইন্সট্রাক্টর প্রার্থীদের ভাইভা শেষ হলেও তারা ১৬তম নিবন্ধনের। ফলে ভাইভা শেষ করে চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত তাদের সুযোগ দেব কীভাবে।
আরও পড়ুন: বিশেষ গণবিজ্ঞপ্তিতে যুক্ত হতে চান ১৬তম ট্রেড ইন্সট্রাক্টরের ফল প্রত্যাশীরা
এদিকে ৮ মাস আগে ভাইভা শেষ করার পরও ফল প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রেড ইন্সট্রাক্টরে চাকরিপ্রত্যাশীরা। তারা বলছেন, যে উদ্দেশ্যে সেসিপে নিয়োগ দেয়া হচ্ছে সেটি পূরণ করতে হলে ১৬তম নিবন্ধনের ট্রেড ইন্সট্রাক্টর থেকে নিয়োগ দিতে হবে। অল্পকিছু প্রার্থীর ভাইভা বাকি আছে। আবেদনের সময় বাড়ানো হলে এই সমস্যার সমাধান সম্ভব।
এ প্রসঙ্গে ১৬তম ট্রেড ইন্সট্রাক্টর ফলাফল প্রত্যাশী কমিটির আহবায়ক মো. রাশেদ মোশাররফ মুঠোফোনে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, প্রায় ৮ মাস আগে ১৬তম শিক্ষক নিবন্ধনের ট্রেড ইন্সট্রাক্টর কোর্সের ২৪০ জন প্রার্থীর ভাইভা শেষ হলেও তাদের ফল প্রকাশ করা হয়নি। এর মধ্য ট্রেড ইন্সট্রাক্টরের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে ফল প্রকাশ না হওয়ায় আবেদনের হাত থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদের।
তিনি আরও বলেন, এনটিআরসিএর সাবেক চেয়ারম্যান ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগে ১৬তমদের অন্তর্ভুক্তির কথা বলেছিলেন। ফল প্রকাশ না করার কারণে তাদের যদি বিশেষ গণবিজ্ঞপ্তিতে যুক্ত না করা হয়, তাহলে আবেদনের সময়সীমা বাড়ানো হোক। দ্রুত সময়ের মধ্যে আমাদের ভাইভা শেষ করে ট্রেড ইন্সট্রাক্টদের বিশেষ গণবিজ্ঞপ্তিতে যুক্ত করার দাবি জানাচ্ছি।
এদিকে এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হলে আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে। আবেদন বাড়ানোর পর দ্রুত সময়ের মধ্যে স্থগিত ভাইভা শেষ করে ফল প্রকাশ করা গেলে সেসিপের বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমরা শিক্ষা মমন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ দেয়া হলে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো হতে পারে।