এনটিআরসিএর আপিলের শুনানি শেষ, রায় কাল
১ থেকে ১২তম নিবন্ধন্ধারীদের পক্ষে দেয়া হাইকোর্টের রায় স্থগিতাদেশ চেয়ে করা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আপিল শুনানি শেষ হয়েছে। আগামীকাল সোমবার এ বিষয়ে আদেশ দেবেন আদালত।
রোববার (২৭ জুন) দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন এনটিআরসিএর সচিব মাহবুব উল করিম ও রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।
শুনানির বিষয়ে এনটিআরসি সচিব মাহবুব উল করিম জানান, আদালত উভপক্ষের বিষয়টি শুনেছেন। আমাদের আইনজীবী ল পয়েন্টে বিচারপতিদের বিষয়টি অবহিত করেছেন। আগামীকাল শুনানির বিষয়ে আদেশ দেবেন। আশা করছি রায় আমাদের পক্ষেই থাকবে।
এদিকে রায় রিটকারীদের পক্ষে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ। তিনি বলেন, আজকের শুনানিতে আমরা আদালতকে আমাদের যুক্তি দেখিয়েছি। আগামীকাল সকালেই রায় দেয়া হবে। রায় আমাদের পক্ষে থাকবে বলেই আশা।