প্রধানমন্ত্রীর করোনা তহবিলে দুই কোটি টাকা দিল এনটিআরসিএ

চেক হস্তান্তরের মুহূর্ত
চেক হস্তান্তরের মুহূর্ত   © সংগৃহীত

প্রধানমন্ত্রীর করোনা তহবিল ও হাউজ কন্সট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে সাত কোটি টাকা অনুদান দেয়া হয়েছে। এর মধ্যে দুই কোটি টাকা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের কাছে চেক হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব উপস্থিত ছিলেন।

সাত কোটি টাকার মধ্যে সবচেয়ে বেশি অনুদান দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।  প্রতিষ্ঠানটি মোট ৩ কোটি টাকা দিয়েছে। এর পরের অবস্থানে রয়েছে এনটিআরসিএ। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড দিয়েছে এককোটি টাকা। আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা দিয়েছে এক কোটি টাকা।