শিক্ষক নিয়োগের সুপারিশ আগামী মাসে: চেয়ারম্যান

মো. আশরাফ উদ্দিন ও এনটিআরসিএ লোগো
মো. আশরাফ উদ্দিন ও এনটিআরসিএ লোগো  © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ আগামী মে মাসেই করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আগামীকাল শুক্রবার (৩০ এপ্রিল) শিক্ষক নিয়োগের অনলাইন আবেদন কার্যক্রম শেষ হবে। এরপরও নিবন্ধিত শিক্ষকরা ৩ দিন সময় পাবেন টাকা জমা দেয়ার। আবেদনের সময়সীমা বাড়ানো হবে না। অন্যান্য সময় আবেদনের সময় ১৫ দিন দেয়া হয়। তবে এবার এক মাস সময় দেয়া হয়েছে।

এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, আমরা মে মাসের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করে সুপারিশ কার্যক্রম শেষ করবো। আশা করছি আগামী মাসেই ৫৪ হাজার শিক্ষক নিয়োগ পাবেন।


সর্বশেষ সংবাদ