আজ-কাল গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা নেই: চেয়ারম্যান
বেসকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) কিংবা আগামীকাল শুক্রবার (২৬ মার্চ) প্রকাশের সম্ভাবনা নেই। গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার বিকেলে নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন।
তিনি বলেন, এই মুহূর্তে গণবিজ্ঞপ্তি নিয়ে কিছু বলতে পারছি না। কিছু টেকনিক্যাল কারণে গণবিজ্ঞপ্তির তারিখ ঘোষণা করা যাচ্ছে না। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তবে এতটুকু বলতে পারি যে আজ কিংবা কাল গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা নেই।
চলতি মাসে কি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে? এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, আামাদের কাজ চলমান রয়েছে। ৫৭ হাজার শিক্ষকের গণবিজ্ঞপ্তি প্রকাশ অনেক বড় কাজ। পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ হলে আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করব। তবে এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না।