১৬তম শিক্ষক নিবন্ধনের ফল মে মাসে

এনটিআরসিএ
এনটিআরসিএ  © ফাইল ফটো

১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা এপ্রিল মাসে শেষ হবে। আর আগামী মে মাসে এই নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই সূত্র জানায়, এখন এনটিআরসিএতে প্রতিদিন ৩০ জন প্রার্থীর ভাইভা নেয়া হচ্ছে। আগামী এপ্রিল মাসের শুরুতে সব প্রার্থীর ভাইভা শেষ হয়ে যাবে। ভাইভা শেষের পরবর্তী ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বলেন, এখন প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে ৩০ জনের ভাইভা নেয়া হচ্ছে। মার্চের শেষ দিকে অথবা এপ্রিলের শুরুতে ভাইভা শেষ হয়ে যাবে। ভাইভা শেষ হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মোট ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২২ হাজার ৩৯৮ প্রার্থী।এতে স্কুল-২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে ৪ হাজার ৫৫ জনসহ সর্বমোট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হন।


সর্বশেষ সংবাদ