১৬তম নিবন্ধনের ফল নিয়ে যা বলছে মন্ত্রণালয়

  © লোগো

আজ বুধবার (১১ নভেম্বর) রাতে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) মোমিনুর রশিদ আমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

রাত ৭টার দিকে তিনি বলেন, ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে তা প্রকাশ হতে পারে।

জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর নির্ধারিত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। ওয়েবসাইটে রোল নম্বর ইনপুট করে প্রার্থীরা ফল জানতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে জানানো হবে।


সর্বশেষ সংবাদ