২৩ জানুয়ারি ২০২০, ১৪:৪২

১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

  © টিডিসি ফটো

১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের এনটিআরসিএ আয়োজিত ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এ অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

আগামী ১৫ মে (শুক্রবার) সকাল ৯টায় স্কুল পর্বের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  একই দিন বিকাল ৩টায় কলেজ শাখার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন