৩১ জানুয়ারি ২০২৬, ২১:০০

প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতায় কড়াকড়ি, নির্দিষ্ট অভিজ্ঞতা ছাড়া আবেদন নয়

এনটিআরসিএ  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে। এ পদে আবেদন করতে প্রার্থীদের সর্বশেষ এমপিও নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে। অভিজ্ঞতা না থাকলে প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে।

এমপিও নীতিমালা অনুযায়ী মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। 

নীতিমালা অনুযায়ী, নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ-অষ্টম শ্রেণি) প্রধান শিক্ষক পদের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রিসহ বিএড থাকতে হবে। পাশাপাশি মাধ্যমিক বা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে ন্যূনতম ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। 

মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ-দশম শ্রেণি) প্রধান শিক্ষক পদের জন্য স্নাতক বা সমমান ডিগ্রিসহ বিএড বাধ্যতামূলক। প্রার্থীকে মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত হতে হবে। বিকল্প হিসেবে ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। এছাড়া সিনিয়র শিক্ষক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১৭ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেও প্রার্থী আবেদন করতে পারবেন। 

অন্যদিকে মাধ্যমিক বিদ্যালয়ের (ষষ্ঠ-দশম শ্রেণি) সহকারী প্রধান শিক্ষক পদের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রিসহ বিএড ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। প্রার্থীকে মাধ্যমিক বা নিম্ন-মাধ্যমিক পর্যায়ে ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে ন্যূনতম ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এ পদটিও অষ্টম গ্রেডভুক্ত।