২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৯

৭ম গণবিজ্ঞপ্তির ফল— একনজরে দেখুন আদ্যোপান্ত

এনটিআরসিএ  © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শূন্যপদে শিক্ষক নিয়োগে ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬–এর আওতায় ১১ হাজার ৭১৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন বিধিমালার আলোকে এই সুপারিশ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কীভাবে বাস্তবায়ন হলো এই গণবিজ্ঞপ্তি- বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্যাদি তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এনটিআরসিএ। এতে বলা হয়েছে-

—বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ে (Entry Level)-এর ১,০০,৮২২ (এক লক্ষ আটশত বাইশ) টি শূন্যপদ পূরণের লক্ষ্যে গত ১৬ জুন ২০২৫ খ্রি. তারিখে ৬ষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি-২০২৫ প্রকাশ করা হয়।

—গত ১৯ আগস্ট ২০২৫ খ্রি. তারিখে মোট ৪১,৬২৭ (এক চল্লিশ হাজার ছয়শত সাতাশ) জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়।

—গত ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা, ২০২৫ গেজেট আকারে প্রকাশিত হয়।

—৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদনকারীর বয়স ও প্রত্যয়নপত্রের মেয়াদ ০৪ জুন ২০২৫ খ্রি তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ০৩ (তিন) বছরের মধ্যে হতে হবে মর্মে উল্লেখ ছিল।

—এরই ধারাবাহিকতায় নতুন বিধিমালার আলোকে পরীক্ষা গ্রহণের পূর্বে বয়স ও প্রত্যয়নপত্রের মেয়াদ থাকা সাপেক্ষে ১৭তম ও ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য গত ০৪ জানুয়ারি ২০২৬ তারিখে ৬৭,১৩০টি (স্কুল ও কলেজ-২৯৫২১ টি, মাদ্রাসা-৩৬৭৭৬ টি, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান-৮৩৩ টি) ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ প্রকাশ করা হয়।

৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ কার্যক্রম
—গত ২৩ অক্টোবর ২০২৫ থেকে ০৫ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণ করা হয়।

—গত ১৯ নভেম্বর থেকে ২৮ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্যপদের চাহিদা (ই-রিকুজিশন) সংগ্রহ করা হয়। উক্ত তারিখের মধ্যে ১৯,২০৮টি শিক্ষাপ্রতিষ্ঠান হতে সর্বমোট ৬৭,১৩০টি (স্কুল ও কলেজ-২৯৫২১ টি, মাদ্রাসা-৩৬৭৭৬ টি, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান-৮৩৩ টি) শূন্যপদের চাহিদা পাওয়া যায়।

—উল্লেখ্য প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ৪৩টি শূন্যপদের চাহিদা বাতিলের আবেদন পাওয়া যায়। সে প্রেক্ষিতে ৪৩ টি শূন্যপদে চাহিদা বাতিলের পর অবশিষ্ট ৬৭,০৮৭টি পদের বিপরীতে আবেদন গ্রহণ করা হয়।
নিবন্ধিত প্রার্থীদের নিকট থেকে ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত অনলাইনে ১৮,৩৯৯ টি আবেদন পাওয়া যায়।
১০২৭ জন প্রার্থীর ইনডেক্সের কারণে তাদের আবেদন বাতিল করা হয়।

—নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত গাইডলাইন অনুসরণ করে টেলিটক বাংলাদেশ লিঃ কর্তৃক সফ্টওয়ারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-৫,৭৪২ জন, মাদ্রাসা-৪,২৫৫ জন, কারিগরি-৩৫৪ জন, কারিগরি+মাউশি (সংযুক্তি প্রতিষ্ঠান)-১১৫৫ জন এবং মাদ্রাসা+কারিগরি (সংযুক্তি প্রতিষ্ঠান)-২০৭সহ মোট ১১,৭১৩ (এগার হাজার সাতশত তের) জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়েছে।

একনজরে দেখতে ক্লিক করুন ৭ম গণবিজ্ঞপ্তি তথ্যাদি