২৮ অক্টোবর ২০২৫, ১৪:৫৪

৪০ হাজারের বেশি শিক্ষকের বিষয়ে তিন অধিদপ্তরে চিঠি দিল এনটিআরসিএ

এনটিআরসিএ  © ফাইল ছবি

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া ৪০ হাজারের বেশি শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করতে তিন অধিদপ্তরে চিঠি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ জানিয়েছে, পরবর্তী নিয়োগ সুপারিশ কার্যক্রম ও অন্যান্য কর্মপরিকল্পনা এগিয়ে নিতে এসব শিক্ষকদের এমপিওভুক্তি দ্রুত সম্পন্ন করা জরুরি। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই এমপিওভুক্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার এনটিআরসিএর একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এনটিআরসিএর মাধ্যমে এমপিওভুক্ত ২২ হাজার ৪১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৪৭টি শূন্যপদে নিয়োগের জন্য নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হয়। এই আবেদন যাচাই শেষে টেলিটক বাংলাদেশের সফটওয়্যারের মাধ্যমে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ করা হয়।

এরই ধারাবাহিকতায়, পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় শর্তসাপেক্ষে গত ১৯ আগস্ট মোট ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করে এনটিআরসিএ। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে ২৪ হাজার ৭৭৩ জন, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ১৬ হাজার ৩৪১ জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ৫১৩ জন প্রার্থী রয়েছেন।

উল্লেখিত সকল প্রার্থী ইতোমধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদান করেছেন বলে চিঠিতে জানানো হয়েছে। এনটিআরসিএ বলেছে, নতুন নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকের এমপিওভুক্তি দ্রুত সম্পন্ন না হলে পরবর্তী নিয়োগ কার্যক্রমে জটিলতা দেখা দিতে পারে।

তাই ৬ষ্ঠ নিয়োগ সুপারিশের আওতায় যোগদানকৃত শিক্ষকদের এমপিওভুক্তি প্রক্রিয়া সময়সীমা নির্ধারণ করে দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে।