০৯ জুলাই ২০২৫, ১৮:৩৬

১৮তম নিবন্ধনের সবাইকে সনদ দেওয়ার আদেশ স্থগিত, পরবর্তী শুনানি কবে?

হাইকোর্ট ও এনটিআরসিএ লোগো  © ফাইল ছবি

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে সনদ দেওয়ার নির্দেশনার ওপর স্থগিতাদেশ দিয়েছে চেম্বার আদালত। আগামী ১৪ জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানী অনুষ্ঠিত হবে। এদিন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মফিজুর রহমান রায়ের বিরুদ্ধে আপিল করেন। ১৮তম নিবন্ধনের সনদ সংক্রান্ত দুটি রিটের বিপক্ষেই আপিল করে এনটিআরসিএ। আপিলের প্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয়।

এর আগে গত ২ জুলাই ১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধনের সনদ দেওয়ার নির্দেশনা দেন হাইকোর্ট। ফেল করা প্রার্থীদের পক্ষে দুইজন পৃথক দুটি রিট দায়ের করেন।

এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুটি রিটের বিষয়ে চেম্বার আদালত স্থগিতাদেশ দিলেও নতুন করে আরও রিট করার প্রস্তুতি নিচ্ছেন তারা। ১৮তম নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনিয়ম হয়েছে। এই অনিয়মের প্রতীকার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।