২৬ জুন ২০২৫, ২৩:৩৮

১৮তম নিবন্ধনের মেধা তালিকা প্রকাশ

এনটিআরসিএ লোগো  © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অষ্টাদশ নিবন্ধনের মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। এনটিআরসিএর একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রার্থীরা www.ntrca.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইটে গিয়ে মেরিট লিস্ট ও শূন্যপদ তালিকা দেখতে পারবেন।

এর আগে, গত ২২ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়। এতে স্কুল-কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১ লাখ ৮২২টি এমপিওভুক্ত পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদরাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ১ হাজার ১১০টি পদ রয়েছে।

আবেদন শুরু হয়েছে ২২ জুন দুপুর ১২টা থেকে, চলবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে পছন্দ দিতে পারবেন। আবেদন ফি ১ হাজার টাকা, যা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে।