০৫ জুন ২০২৫, ১১:৫৯

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে ১৬ জুন, আবেদন শুরু কবে?

এনটিআরসিএ লোগো  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী ১৬ জুন প্রকাশ করা হতে পারে। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আবেদন শুরু হতে পারে ২২ জুন থেকে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির এক কর্মকর্তা জানান, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে ঈদের ছুটি শেষ হওয়ার পরপরই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

আবেদনের সুযোগ পাচ্ছেন না ৩৫ ঊর্ধ্বরা
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। সনদের মেয়াদ তিন বছরের বেশি হলে ওই নিবন্ধনধারীও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালা বাইরে যাওয়ার সুযোগ নেই।’

১৮তম নিবন্ধনে রেকর্ড সংখ্যক প্রার্থী ফেল
এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, অন্যান্য নিবন্ধনের তুলনায় এবার মৌখিক পরীক্ষা তুলনামূলক কঠিন হয়েছে। পাস ফেলের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কি না সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে ৩৫ ঊর্ধ্বদের বাদ দেওয়ায় এবার ফেলের সংখ্যা বেশি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির একজন কর্মকর্তা জানান, ‘মৌখিক পরীক্ষায় অনেকেই খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি। যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না, মূলত তাদেরই পরীক্ষায় ফেল করা করানো হয়েছে। কেননা এই প্রার্থীরা শ্রেণিকক্ষে পাঠদান করাতে পারবেন না বলেই মনে করেছে বোর্ড।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ১২ ও ১৩ জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।  পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৮১ হাজার ২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্ত ভাবে ৬০ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে ১৯ লাখ প্রার্থী আবেদন করেছিলেন।