১৮তম শিক্ষক নিবন্ধনের ফল কখন, দেখবেন যেভাবে
১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আজ বুধবার সন্ধ্যার মধ্যে প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশিত হওয়ার পর প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে।
বুধবার (৪ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানায়, আজ সন্ধ্যায় ১৮তম নিবন্ধনের ফল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে আজই ফল প্রকাশ করা হবে।
ওই সূত্রের তথ্য অনুযায়ী, প্রার্থীরা ফল এনটিআরসিএর ওয়েবসাইট http://ntrca.gov.bd এবং http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানতে পারবেন।
জানা গেছে, ২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন। ২০২৪ সালের ১৫ মার্চ এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের ১৪ অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ। এতে ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন রয়েছেন।
গত বছরের ১৪ অক্টোবর ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ।