০৩ জুন ২০২৫, ১৩:৪৫

দাবিতে অনড় ১৭তম নিবন্ধনধারী আবেদনবঞ্চিতরা, বোরাক টাওয়ার অবরোধ

বোরাক টাওয়ার অবরোধ ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের   © টিডিসি ফটো

তিন দফা দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ার অবরোধ করে রেখেছেন ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ না পাওয়া চাকরিপ্রার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বোরাক টাওয়ারের সামনেই অবস্থান করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুর একটার দিকে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান ১৭তম নিবন্ধনের নিয়োগবঞ্চিত ফোরামের অন্যতম সংগঠক মো. ইউসুফ ইমন।

তিনি জানান, এক বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে এনটিআরসিএ চার বছর সময় লাগিয়েছে। এর দায় এনটিআরসিএকে নিতে হবে। আমরা আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এসেছি। তবুও আমাদের আবেদনের সুযোগ দেয়া হয়নি। আমাদের ন্যায্য দাবি আদায়ে আমরা বোরাক টাওয়ার অবরোধ করে রেখেছি।'

নিয়োগবঞ্চিতদের তিন দফা দাবি হল- এনটিআরসিএ কে আমাদের ১৭তম ব্যাচের নিয়োগ সুপারিশের লক্ষ্যে সদিচ্ছা পোষণ করে শিক্ষা মন্ত্রণালয়ে বয়সের ব্যাকডেট উল্লেখ করে  একটা চিঠি প্রেরণ করতে হবে; আমাদের ১৭ তম ব্যাচের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত পরবর্তী ১৮তমদের রেজাল্ট এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করতে হবে এবং প্রয়োজন হলে এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজকেই ১৭তম দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে হবে।