সামাজিক যোগাযোগ মাধ্যমে
অপপ্রচার ও মিথ্যাচার রোধে এনটিআরসিএ’র ব্যবস্থা নেয়া শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০২ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৫ AM
ফেসবুকে নিজেদের নামে অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ইতিমধ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে এ বিষয়ে অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।
এসব মিথ্যাচারীদের বিষয়ে এনটিআরসি’র একজন কর্মকর্তা বলেন, এনটিআরসিএ আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছে। অভিযোগে জড়িত সন্দেহভাজনদের সুস্পষ্ট তথ্য তাদের দেয়া হয়েছে। দোষীদের শীঘ্রই খুঁজে বের করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।
এনটিআরসি’র ঐ কর্মকর্তা জানান, এনটিআরসিএর কার্যক্রম পুঁজি করে এক শ্রেণির প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিমূলক বার্তা ছড়াচ্ছেন। সম্প্রতি এনটিআরসিএর দাপ্তরিক পেইজের মতো ‘এনটিআরসিএ তথ্য ও সেবা’ নামে এমন একটি ফেসবুক পেইজ ও গ্রুপ খোলা হয়েছে। কিন্তু এটি এনটিআরসিএর নয়। এসব পেইজ বা গ্রুপ থেকে বিভ্রান্তি ও উসকানিমূলক তথ্য প্রচার করে এনটিআরসিএ ও সরকারে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, ‘NTRCA (এনটিআরসিএ) নিবন্ধিত শিক্ষক অধিকার আদায় কমিটি’, ‘NTRCA তথ্য অনুসন্ধান’ এবং ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত জাতীয় ঐক্য পরিষদ’ নামের ফেসবুক গ্রুপ খুলে সরকার, প্রশাসনিক কর্মকর্তা ও এনটিআরসি’র সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যাচার ও আপত্তিকর পোস্ট দেয়া হচ্ছে। এসব ফেসবুক পোস্টের ভাষা অত্যন্ত ঔদ্ধত্য, আক্রমনাত্মক এবং আইন পরিপন্থী। এ কর্মকর্তা আরো বলেন, এ ধরণের পোস্টে ব্যবহৃত ভাষা আপত্তিকর এবং এগুলোতে এতটাই ভুল তথ্য দেয়া হয় যা আদালতের নির্দেশের সাথে সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, এসব অসাধু ব্যক্তিরা বিভিন্ন ভুল ও ভুয়া তথ্য ছড়িয়ে নিরীহ নিবন্ধিতদের কাছ থেকে সরকারের বিরুদ্ধে অযৌক্তিক মামলা করার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। নিরীহ নিবন্ধিতরাও চাকরি পাওয়ার আশায় টাকা দিচ্ছেন তাদের। এভাবে কোটি কোটি টাকা আদায় প্রতারণা ও দণ্ডনীয় অপরাধ।