৩ দাবিতে এনটিআরসিএতে স্মারকলিপি
৩ দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) স্মারকলিপি দিয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রার্থী ও ১৯তম শিক্ষক নিবন্ধন আবেদন প্রার্থীরা। আজ রবিবার (২৭ এপ্রিল) এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, প্রভাষক (আরবি মাদ্রাসা-৪২৯) পদে অনেক প্রার্থী স্নাতোকোত্তর/মাস্টার্স সম্পন্ন না করে আবেদন করেছে। যা ছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত নীতিমালার ৬ (ক), ৮ (ক,খ), ৬১ নং এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও (২৩-শে নভেম্বর ২০২০ এর সংশোধিত) নীতিমালার ১২ অনুচ্ছেন এর সম্পূর্ণ পরিপন্থি। নিয়োগ বিজ্ঞপ্তি নীতিমালা ৬১ এ সুস্পষ্ট বর্ণিত রয়েছে যে, সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স / স্নাতোকোত্তর বাধ্যতামূলক। বিজ্ঞপ্তির নীতিমালা ৬ (ক) তে সুস্পষ্ট উল্লেখ রয়েছে Appeard কোনো প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে না।
আরও বলা হয়, সংশ্লিষ্ট বিষয়ে অনার্স থাকা সত্ত্বেও মাস্টার্স / স্নাতোকোত্তর না থাকার কারণে ১৮তম শিক্ষক নিবন্ধনে আবেদন করা হয়নি। এখন যদি নিয়মকে উপেক্ষা করে স্নাতোকোত্তর / কামিল না করা বা Appeard প্রার্থীদের ভাইবাতে অংশগ্রহণে সুযোগ দেয়া হয়, তাহলে সেটা হবে সুস্পষ্ট বৈষম্য ও নিয়ম বহির্ভূত। তাই বিদ্যমান পরিস্থিতিতে ৩ দফা দাবি পেশ করা হলো।
দাবিগুলো হলো- ১৮তম তে প্রভাষক (আরবি মাদ্রাসা-৪২৯) পদে যারা কামিল / মাস্টার্স সম্পূর্ণ না করে আবেদন করেছেন তাদেরকে ভাইবাতে অংশগ্রহণের সুযোগ না দেওয়া। ১৮ তম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখের মধ্যে যাদের কামিল / মাস্টার্স এর ফলাফল প্রকাশ হয়নি তাদের আবেদন বাতিল করা। নিয়ম বহির্ভূত অংশগ্রহণকারীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ৮ (খ) অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।