২৮ জানুয়ারি ২০১৯, ১৫:৩৬

সুপারিশই সই, এমপিওর দায় নেবে না এনটিআরসিএ

  © ফাইল ফটো

এমপিও পদে শিক্ষক নিয়োগের সুপারিশের পাশাপাশি নন-এমপিও পদে নিয়োগের সুপারিশের এখতিয়ার রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। তবে সুপারিশের এখতিয়ার থাকলেও নন-এমপিও পদে নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্ত করার দায় এনটিআরসিএ’র নয়। রোববার এ বিষয়টি জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ।

বিজ্ঞপ্তিতে দেয়া তথ্য অনুযায়ী, অনেক নিয়ােগ প্রার্থীরা নন-এমপিও পদে যােগদান করার পর কতদিনে এমপিওভুক্ত হবেন, এ বিষয়টি জানতে চেয়ে ফোন করছেন।  তাদের মাঝে এ সংক্রান্ত স্বচ্ছ ধারণা প্রদান করতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিও, নন-এমপিও, অনুমােদিত, অননুমােদিত সকল পদের নিয়ােগের সুপারিশকরণের দায়িত্ব এনটিআরসিএ-কে প্রদান করা হয়েছে। এ কারণে এনটিআরসিএ নন-এমপিও পদে সুপারিশ করছে এবং করবে। তবে যারা নন-এমপিও/অননুমােদিত পদে যােগদান করবেন তাদের ভবিষ্যতে এমপিওভুক্ত হওয়ার সুযােগ থাকবে না; সেটা জেনে শুনেই যােগদান করতে হবে।

কোনাে প্রতিষ্ঠানের অনুমােদিত জনবল কাঠামাের বাইরের নন-এমপিও বা অননুমােদিত পদ কখনই এমপিওভুক্ত করা হবে না মর্মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃপক্ষ নির্দেশনা জারি করেছিলো। এ প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসিএ। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এনটিআরসিএ কর্তৃক নন-এমপিও পদে নিয়ােগ সুপারিশ কোনাে অবস্থাতেই ঐ পদের এমপিওভুক্তির প্রতিশ্রুতি হিসেবে বিবেচিত হবে না এবং এর মাধ্যমে প্রার্থী এমপিওভুক্ত হওয়ার দাবি করতে পারবেন না। এ বিষয়টি নিয়ােগের সুপারিশপত্রে সুনির্দিষ্টভাবে লেখা থাকবে।

অন্যদিকে তথ্য গোপন করে বা মিথ্যা তথ্য দিয়ে যারা আবেদন করেছেন তাদের ব্যাপারেও নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, জনবলকাঠামাে ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী শিক্ষাগত যােগ্যতা না থাকা সত্ত্বেও কিছু কিছু প্রার্থী তথ্য গোপন করে আবেদন করেছেন। এসব প্রার্থীরা নিয়ােগের সুপারিশ পেলেও যােগদান করতে পারবেন না।

এছাড়া যে সকল প্রার্থী শিক্ষক নিবন্ধন পরীক্ষার ৩০১ ও ৩০২ কোডে অংশগ্রহণ করে সহকারী শিক্ষক (ভাষা) বাংলা/ইংরেজি পদে নিবন্ধন সনদ অর্জন করেছেন শুধুমাত্র সে সকল প্রার্থী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের যােগ্য বলে বিবেচিত হবেন।

এক্ষেত্রে কেউ মিথ্যা তথ্য দিয়ে থাকলে তাদেরকে বিষয়টি এনটিআরসিএ-কে লিখিতভাবে জানিয়ে যােগদান করা হতে বিরত থাকতে বলা হয়। এরপরও কেউ মিথ্যা তথ্য দিয়ে যোগদান করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।