২৩ জানুয়ারি ২০১৯, ০৯:৫৮

এনটিআরসিএ শিক্ষক নিয়োগে ৫ শতাধিক ভুয়া আবেদন ও শূন্যপদ

  © লোগো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগে ৫ শতাধিক ভুয়া আবেদন ও শূন্যপদের তালিকা শনাক্ত করেছে। নিয়োগ কার্যক্রম শুরু করার পর ৩ শতাধিক ভুয়া আবেদন জমা পড়ে এবং ২ শতাধিক আসনের সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এনটিআরসিএ এসব পদে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া কোনো প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করার পর যদি সেখানে শূন্যপদ না থাকে তবে আবেদন বাবদ অর্থ ফেরত দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর দেশের বিভিন্ন জেলায় ২ শতাধিক শূন্য আসনের হদিস পাওয়া যায়নি। পরে সেসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ভুলক্রমে হয়েছে বলে ক্ষমা প্রার্থনা করা হয়। এ ছাড়াও ইনডেক্সধারীদের সুবিধামতো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার সুবিধা দিতে তাদের বয়সসীমা শিথিল করে শূন্যপদে আবেদন করার সুযোগ দেয়া হয়। অথচ অনেকে ইনডেক্সধারী না হলেও অন্যের ইনডেক্স নম্বর দিয়ে আবেদন করেছেন। এমন ৩ শতাধিক আবেদন শনাক্ত করা হয়েছে। এরপর সেসব আবেদন বাতিল করেছে এনটিআরসিএ কর্তৃপক্ষ।

এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, ‘শিক্ষক নিয়োগের জন্য সারাদেশ থেকে পাওয়া প্রায় ৪০ হাজার আসনের মধ্যে প্রায় ২ শতাধিক আসনের হদিস পাওয়া যায়নি। পরে আমরা যোগাযোগ করলে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। ফলে সেসব পদে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইনডেক্সধারী না হয়েও বেশ কিছু আবেদনকারী অন্যের নম্বর উল্লেখ করে আবেদন করেছেন। কেউ কেউ না বুঝে অফিস সহকারীর নম্বর উল্লেখ করে শিক্ষক পদে আবেদন করেছেন। এসব আবেদন শনাক্ত করে বাতিল করা হয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ভুলের মাশুল আমাদের দিতে হচ্ছে। এ কারণে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত শূন্যপদ রয়েছে তা সকল জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। এজন্য দ্রুত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে এসব কর্মকর্তাদের নিয়ে সভা করা হবে। সেখানে এ-সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনা দেয়া হবে। কোনো প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করার পর যদি সেখানে শূন্যপদ না থাকে তবে আবেদন বাবদ অর্থ সেই প্রার্থীকে ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান এনটিআরসিএ চেয়ারম্যান।

এনটিআরসিএ সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষক নিয়োগের ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে, বর্তমানে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। চলতি সপ্তাহে শিক্ষক নিয়োগ ফল প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ফল প্রকাশের পর মোবাইল ফোনের মাধ্যমে মেধা তালিকায় নির্বাচিত প্রার্থীকে এসএমএস পাঠানো হবে। পাশাপাশি নিয়োগপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইলে এসএমএস ও ই-মেইল পাঠিয়ে নির্বাচিত প্রার্থীকে নিয়োগ দিতে বলা হবে। ফলাফল প্রকাশের দুই থেকে তিনদিন পর থেকে যোগদান কার্যক্রম শুরু হবে।

প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ হাজার শূন্য আসনের বিপরীতে সারাদেশ থেকে প্রায় ৩০ লাখ আবেদন জমা পড়ে। মেধা তালিকায় প্রথম থেকে ১৪তম নিবন্ধনধারী প্রায় ৭ লাখ আবেদনকারী গড়ে ৭টি করে আবেদন করেন। পাশাপাশি এবার এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষকদের সুবিধামতো প্রতিষ্ঠানে চাকরি পেতে ৩৫ বছর বয়সসীমা শিথিল করে আবেদন করার সুযোগ দেয়া হয়।