১৭ নভেম্বর ২০২৪, ১৬:৪৩

এনটিআরসিএ চেয়ারম্যানের পদত্যাগসহ ১৮তম নিবন্ধনের প্রার্থীদের ৫ দাবি

১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মানববন্ধন  © সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা। রোববার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘১৮তম শিক্ষক নিবন্ধন ভুক্তভোগী পরীক্ষার্থীবৃন্দ’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে পরীক্ষার্থীদের পক্ষে সমন্বয়ক ইলিয়াস হোসেন বলেন, জুলাই অভ্যুথানে আমরা আন্দোলন করেছি। আন্দোলনে অংশ নেওয়ার কারণে নিজেদের ঘরে থাকতে পারিনি। কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনকারী ছাত্র সমাজ আজ এনটিআরসিএ'র মাধ্যমে বৈষম্যের স্বীকার হচ্ছে।

তিনি বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সব বিষয় পাস নম্বর হিসেবে ৪০ বিবেচনা করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক পরীক্ষার্থী ১০০ নম্বরের সঠিক পরীক্ষা দিয়েও লিখিত পরীক্ষায় ফলাফলে অকৃতকার্য দেখানো হয়েছে। অথচ আমাদের অনেক সহপাঠী মাত্র ৪০ নম্বর উত্তর করেছে। কিন্তু ফলাফলের তালিকায় তাদের নাম এসেছে। আমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করতে হবে।

এসময় তারা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো- নিম্নোক্ত রোল নম্বরধারীদের লিখিত পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের ব্যবস্থা করা; ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলমান অবস্থায় দ্রুত ফলাফল পুনঃনিরীক্ষণ করা; এনটিআরসিএ’র চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান এবং যুগ্ম সচিব নূরে আলম সিদ্দিকীর পদত্যাগ; পূর্ণাঙ্গ ফলাফল রোল নম্বর উল্লেখসহ এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা এবং খাতা অন্য কোনো খাতার সঙ্গে সংযুক্ত করে আমাদের অকৃতকার্য করা হয়েছে কি না তা তদন্ত করা।