১০ নভেম্বর ২০২৪, ১৭:৪৩

শিক্ষক নিবন্ধনের ভাইভা চলছে, চূড়ান্ত ফল নিয়ে যা জানা গেল

শিক্ষক নিবন্ধনের ভাইভার জন্য অপেক্ষারত প্রার্থীরা   © টিডিসি

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথম ধাপের ভাইভা শুরু হয়েছে গত ২৭ অক্টোবর থেকে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এ ধাপের ভাইভা গ্রহণ করা হবে। ইতোমধ্যে দ্বিতীয় ধাপের ভাইবার তারিখ ঘোষণা করেছে এনটিআরসিএ। গত ৩ নভেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক (এনটিআরসিএ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর থেকে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপের ভাইভা গ্রহণ করা হবে।

ইতোমধ্যে ভাইভা অংশ নেয়া প্রার্থীরা জানতে চেয়েছেন, চূড়ান্ত ফলাফল কবে? রবিবার (১০ অক্টোবর) বিষয়গুলো নিয়ে দ্যা ডেইলি ক্যম্পাসের সঙ্গে কথা বলেছেন এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক। তিনি বলেন, বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের ভাইভা গ্রহণ করা হচ্ছে। তবে চূড়ান্ত ফলাফল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত বলা যাবে না। এখনো দ্বিতীয় ধাপের ভাইভা শুরু হয়নি।

১৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ভাইভা প্রার্থীদের রোল নম্বর ও সিডিউল দেখতে ক্লিক করুন এখানে:

এনটিআরসি সূত্রে জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৩ হাজার ৮৬৫ জন প্রার্থীর ভাইভা নেয়া হচ্ছে। দ্বিতীয় ধাপেও ১০টি বোর্ডে প্রতিদিন ৬০০ প্রার্থীর ভাইভা নেবে এনটিআরসিএ। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে প্রথম শিফটে ও বেলা সাড়ে ১১টা থেকে দ্বিতীয় শিফটে ভাইভা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রদান করা এসএমএস অনুযায়ী যথাসময়ে ভাইভার জন্য উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে এনটিআরসিএ। 

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আবেদন করা ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থীর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৪ লাখ ৭৯ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন। তাদের মধ্য থেকে ৩ লাখ ৪৮ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন  ৮৩ হাজার ৮৬৫ জন। ২ লাখ ৬৪ হাজারের বেশি প্রার্থী লিখিত পরীক্ষা গণ্ডি পার হতে পারেননি।

ভাইবায় উত্তীর্ণ প্রার্থীদের উপস্থিতির হার কিংবা অসঙ্গতির প্রশ্নে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, যারা ভাইভা পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন তাদের উপস্থিতির হার সম্পর্কে অফিসিয়াল তথ্য শেষে বলা যাবে। তবে আমাদের কাছে যে তথ্য আছে তাতে উপস্থিতির হার ৯০ থেকে ৯৫ ভাগ বলে মনে হয়েছে।

তিনি আরও বলেন, এখন প্রথম ধাপের প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে গত ৩ নভেম্বর ২য় ধাপে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ভাইবার জন্য আমাদের যে নির্দেশনা প্রকাশ করা হয়েছিল, সে অনুযায়ী কেউ না আসলে তাকে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হয়। তবে বিশেষ কোন অসঙ্গতির ঘটনা ঘটেনি।